গাজোল: টোটো চোর সহ টোটো চুরি চক্রের পান্ডাকে গ্রেপ্তার করল গাজল থানার পুলিশ। জানা গেছে, গত সোমবার রাতে টহলদারিতে বেরিয়েছিলেন গাজল(Gazole) থানার এসআই প্রদীপ কুমার যাদব। গভীর রাতে ময়না থেকে ফেরার সময় তিনি দেখতে পান উল্টো দিকের লেন দিয়ে একটি টোটো আসছে। টোটোটিকে থামিয়ে পুলিশ চালককে জিজ্ঞাসাবাদ করলে অসংলগ্ন কথাবার্তা বলতে থাকে চালক। এরপর সেই ব্যক্তি স্বীকার করে সে টোটোটি চুরি করে রায়গঞ্জের দিকে পালাচ্ছিল। ওই টোটো চোরের নাম জাহাঙ্গীর আলম(২৮)। সে রায়গঞ্জ থানার রাড়িয়া এলাকার বাসিন্দা।
মঙ্গলবার সকালবেলা জামডাঙ্গা এলাকার টোটো চালক বিপ্লব কর্মকার গাজোল থানায় টোটো চুরি নিয়ে অভিযোগ জানাতে আসেন। থানায় নিজের টোটোটি শনাক্ত করেন তিনি। জাহাঙ্গীর আলমকে আদালতে পেশ করলে তাকে সাত দিনের পুলিশি হেপাজতের নির্দেশ দেয় আদালত। জাহাঙ্গীরকে জেরা করে পুলিশ জানতে পারে, হেমতাবাদ থানার বুধর এলাকার বাসিন্দা অজয় রায় টোটো চুরি চক্রের সঙ্গে যুক্ত। চুরি যাওয়া টোটো তিনিই কিনতেন। সেই রাতে হেমতাবাদ থানার পুলিশকে সঙ্গে নিয়ে অভিযান চালিয়ে গাজল(Gazole) থানার পুলিশ বাড়ি থেকে গ্রেপ্তার করে অজয় রায়(২৭) কে। ধৃতকে আদালতে পাঠানো হলে ৭ দিনের পুলিশি হেপাজতের নির্দেশ দেওয়া হয়।
Gazole | টোটো চুরি চক্রের হদিস! পান্ডা সহ গ্রেপ্তার ২
শেষ আপডেট:

