ডিজিটাল ডেস্ক: শীত মানেই মেলা শুরু। বাংলায় শীতের শুরু থেকেই বিভিন্ন জায়গায় মেলা দেখা যায়। কিন্তু এবার পরিস্থিতি অন্য। কার্যত করোনা সংক্রমণের মারাত্মক হয়ে ওঠায় বন্ধ হয়ে গিয়েছে বাংলার একাধিক মেলা। ইতিমধ্যেই ঘোষণা করা হয়েছিল কেন্দুলির মেলাও বন্ধ করে দেওয়া হচ্ছে। কিন্তু আবার সরকারি তরফ থেকে কিছু বিধিনিষেধ আলগা করে এই মেলার আয়োজন করা হচ্ছে। কার্যত মেলা বন্ধ হয়ে যাওয়া কিংবা করোনা সংক্রমণকে মাথায় রেখে মেলায় বিধিনিষেধ আরোপ করা সমস্যার ফেলেছে মেলায় আসা ব্যবসায়ীদের। পুজোর পরে ব্যবসায়ীদের যতটুকু উপার্জনের আশা দেখা গিয়েছিল, তা বছরশেষের করোনার ভয়াবহতায় একেবারেই তলানীতে। ব্যবসায়ীরা ভয় পাচ্ছেন সরকারি বিধি নিষেধের রাশ আলগা করে মেলা শুরু হলেও মানুষ কতটা স্বতঃস্ফূর্তভাবে মেলায় যোগদান করবেন তা নিয়ে। আপাতত ব্যবসা বন্ধের ভয়ে কাঁটা মেলায় আসা ছোট মেজো ব্যবসায়ীরা।
আরও পড়ুন : করোনা পরিস্থিতিতে ঘাটালে গঙ্গা মেলা বাতিল