উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ স্বাধীনতা দিবসে ভয়াবহ দুর্ঘটনা বৃন্দাবনে। স্থানীয় এক বৃন্দাবনের একটি বাড়ির ব্যালকনি ভেঙে পড়ে গিয়ে প্রাণ হারালেন কমপক্ষে ৫ পুণ্যার্থী। ধ্বংসস্তূপের নিচে প্রায় ১২ জন আটকে পড়েছে বলে আশঙ্কা করছে স্থানীয় প্রশাসন। উদ্ধার কার্য শুরু হয়েছে।
ঘটনাটি বৃন্দাবনের প্রসিদ্ধ বাঁকে বিহারী মন্দিরের। শ্রাবণ মাস উপলক্ষ্যে গত তিন দিন ধরে প্রচুর পুণ্যার্থীর সমাগম হয়েছিল এই মন্দিরে। ভিড় সামলাতে হিমশিম প্রশাসন। সিসিটিভি ক্যামেরায় দেখা গিয়েছে, মন্দিরের সামনে একটি বাড়ির ব্যালকনির একটা অংশ আচমকাই ভেঙে পড়ে নীচে একটি গাড়ির ওপরে। সেই সময় সেখানে প্রচুর পুন্যার্থী ভিড় জমিয়েছিলেন। এরপরই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। দ্রুত এলাকায় পৌঁছায় জেলা প্রশাসন ও পুলিশ কর্মীদের দল। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভরতি করা হয়েছে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ৫ পুন্যার্থীর। মথুরার অতিরিক্ত মুখ্য মেডিক্যাল অফিসার জানিয়েছেন, এই দুর্ঘটনায় ৫ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অন্তত ১২ জন। তাঁদের উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে বিভিন্ন হাসপাতালে। ধ্বংসস্তূপের নিচে অনেকের আটকে থাকার আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।