উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বেপরোয়া গতির জেরে ঘটল অঘটন। বুধবার সাত সকালে রাজস্থানে (Rajasthan) উলটে গেল স্কুল বাস (Bus Accident)। ঘটনাস্থলেই চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল এক স্কুল ছাত্রীর। গুরুতর আহত আরও অনেক। তাদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে (Hospital)।
স্থানীয় এক বাসিন্দা বলেন, এদিন সকাল সাড়ে সাতটা নাগাদ প্রায় ৬০-৭০ কিলোমিটার বেগে ছুটে আসছিল বাসটি। চোমু এলাকার কাছে পৌঁছতেই ৫২ নম্বর জাতীয় সড়কে আচমকা ব্রেক কষতেই নিয়ন্ত্রণ হারিয়ে উলটে যায় বাসটি। সঙ্গে সঙ্গে স্থানীয়রাই উদ্ধার কাজে হাত লাগায়। বাসের ভেতরে অন্তত ৪০ জন পড়ুয়া ছিল। জানলার কাচ ভেঙে কোনওমতে বাইরে আনা হয় পড়ুয়াদের। কিন্তু এক ছাত্রী বাসের চাকায় পড়ে পিষ্ট হয়ে যায়। তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। বাকিদেরও গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে। তাদের অবস্থা সঙ্কটজনক বলে জানিয়েছেন চিকিৎসকেরা।
এদিকে ঘটনার পর দীর্ঘক্ষণ রাস্তা আটকে বিক্ষোভ দেখান স্থানীয়রা। মুহূর্তের মধ্যে উত্তপ্ত হয়ে ওঠে গোটা এলাকা। ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ। কথা বলেন স্থানীয়দের সঙ্গে। এরপর শান্ত হয় পরিস্থিতি। পাশাপাশি দুর্ঘটনাগ্রস্থ বাসটিকে ক্রেনের সাহায্যে নিয়ে সরিয়ে দেওয়া হয় অন্যত্র।