Breaking News

Train accident | রাঙাপানির কাছে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ও মালগাড়ির সংঘর্ষ, যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধারকাজ

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: মাঝখানে ব্যবধান আড়াই বছরের। ময়নাগুড়ির দোমহনীতে আপ বিকানের গুয়াহাটি এক্সপ্রেস লাইনচ্যুত হওয়ার পর ফের বড় ট্রেন দুর্ঘটনা (Train accident) ঘটল উত্তরবঙ্গে। এবার নিউ জলপাইগুড়ি স্টেশন সংলগ্ন রাঙাপানি ও নিজ বাড়ির মাঝে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের (Kanchanjungha Express) পেছনে মালগাড়ি ধাক্কা মারায় দুমড়ে মুচরে গিয়েছে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের চারটি কামরা। খবর লেখা পর্যন্ত মৃত্যুর খবর মিলেছে অন্তত পাঁচ জনের। যা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। সিগন্যাল ব্যবস্থার ত্রুটি না দুর্যোগপূর্ণ আবহাওয়া ঠিক কি কারণে এই দুর্ঘটনা তা এখনও নির্দিষ্ট করে বলা সম্ভব হচ্ছে না। কিন্তু ইতিমধ্যেই প্রশ্ন উঠছে এই দুর্ঘটনার দায় কার?

২০২২ সালের ১৩ জানুয়ারি আপ বিকানের গুয়াহাটি এক্সপ্রেস লাইনচ্যুত হওয়ায় মৃত্যু হয়েছিল ৯ জনের। জখম হয়েছিলেন ৪২ জন। রেলের তদন্তে উঠে এসেছিল ট্রাকশন মটরের ত্রুটির কারণেই ওই দুর্ঘটনা ঘটেছিল। পরবর্তীতে ৮ জন রেলকর্মীর বিরুদ্ধে পদক্ষেপও করা হয়।

কিন্তু এই দুর্ঘটনার চরিত্র তার থেকেও ভয়ংকর বলেই মনে করা হচ্ছে। যেভাবে মালগাড়িটি এসে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের এর পেছনে ধাক্কা মেরেছে তাতে সিগনাল ব্যবস্থা ত্রুটিকে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। একই লাইনে দুটি ট্রেন কি করে চলে আসল তানিয়েও উঠছে প্রশ্ন। তবে রেল কর্তারা জানাচ্ছেন আপাতত উদ্ধারকাজ চালানোই তাদের প্রাথমিক লক্ষ্য। দুর্ঘটনার কারণ অবশ্যই খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এদিনের দুর্ঘটনায় স্থানীয়রা জানান, বিকট শব্দ শুনতে পান তাঁরা। দ্রুত দুর্ঘটনাস্থলে পৌঁছান। ট্রেনের ভেতরে এখনও অনেকে আটকে রয়েছেন। স্থানীয়রা জানান, যা ভয়াবহতা তাতে প্রচুর হতাহত হয়েছেন। সিগন্যাল বিভ্রাট? না অন্য কারণ? কীভাবে দুর্ঘটনা ঘটল, সে বিষয়গুলি এখনও স্পষ্ট নয়। যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ শুরু হয়েছে। দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকায় উদ্ধারকাজে কিছুটা বেগ পেতে হচ্ছে। পৌঁছেছে রেল পুলিশ। দুর্ঘটনায় উদ্বেগ প্রকাশ করে টুইট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জেলাশাসক, এসপি, চিকিৎসক এবং অ্যাম্বুল্যান্স ঘটনাস্থলে পৌঁছেছে বলে জানান তিনি। বিপর্যয় মোকাবিলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছেছে। ঘটনাস্থলে পৌঁছেছেন শিলিগুড়ির পুলিশ কমিশনার ও উত্তরবঙ্গের আইজি।

Sushmita Ghosh

Sushmita Ghosh is working as Sub Editor Since 2018. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Recent Posts

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: পুত্রবধূকে শারীরিক সম্পর্ক করতে জোর করেছিল শাশুড়ি। আর তাতেই আপত্তি করায়…

2 mins ago

নাটক না লিখেও রঙ্গমঞ্চ মাতিয়েছিলেন বঙ্কিমচন্দ্র

অমিত্রসূদন ভট্টাচার্য বিনোদিনী দাসী লিখেছিলেন, ‘বঙ্কিমবাবু মহাশয় নিজে বলিয়াছিলেন যে- আমি মনোরমার চিত্র পুস্তকেই লিখিয়াছিলাম,…

14 mins ago

দেহত্যাগের আগে এখন পদত্যাগ নয়

আশিস ঘোষ নৈতিকতা। ছোট্ট কিন্তু প্রচণ্ড ভারী একটা শব্দ। এ যুগে অতি বিরল। খুঁজেপেতে বের…

26 mins ago

Inzamam-ul-Haq’s bizarre claim | আর্শদীপের বিরুদ্ধে বল বিকৃতির উদ্ভট অভিযোগ ইনজামামের

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: এবারের টি২০ বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে পাকিস্তান। কানাডা, আয়ারল্যান্ডের…

35 mins ago

Neora Valley National Park | নেওড়াভ্যালিকে গুরুত্ব দিতে নতুন অফিস লাভায়

পূর্ণেন্দু সরকার, জলপাইগুড়ি: কালিম্পং পাহাড়ের নেওড়াভ্যালি জাতীয় উদ্যানকে (Neora Valley National Park) বাড়তি গুরুত্ব দিতে…

36 mins ago

Child Trafficking | বাজারের ব্যাগে শিশুকে নিয়ে ট্রেনে উঠলেন মহিলা! তুলকালাম কাণ্ড স্টেশন চত্বরে

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল: বুধবার সকালে হুলুস্থুল কাণ্ড স্টেশন চত্বরে। চলন্ত ট্রেন থেকে উদ্ধার হল ব্যাগবন্দি…

36 mins ago

This website uses cookies.