উত্তরবঙ্গ

Jaldapara | জলদাপাড়ার নামে ট্রেনের ইঞ্জিন, একশৃঙ্গ গন্ডারকে স্বীকৃতি দিতে অভিনব ভাবনা রেলের

নীহাররঞ্জন ঘোষ, মাদারিহাট: নিউ জলপাইগুড়ি-বালুরঘাটগামী ইন্টারসিটি এক্সপ্রেসের ইঞ্জিনে চোখে পড়বে একশৃঙ্গ গন্ডারের(One-horned Rhinoceros) ছবি। শুধু ইঞ্জিনে ছবি নয়, ইঞ্জিনটির নামকরণও হয়েছে জলদাপাড়ার(Jaldapara) নামে। জলদাপাড়ার বিখ্যাত একশৃঙ্গ গন্ডারকে স্বীকৃতি দিতে এই অভিনব ভাবনা রেলের। জলদাপাড়া তথা উত্তরবঙ্গের ঐতিহ্যকে সারা ভারতের সামনে তুলে ধরতে এই উদ্যোগ।

উত্তর-পূর্ব সীমান্ত রেলের কাটিহার ডিভিশন জলদাপাড়া জাতীয় উদ্যানের নামে একটি ঝাঁ চকচকে লোকোমোটিভ ইঞ্জিন দেশের জন্য উৎসর্গ করল। গোটা একটা ডিজেল ইঞ্জিনের নামকরণ করা হল জলদাপাড়ার নামে এবং ইঞ্জিনের গায়ে আঁকা হয়েছে জলদাপাড়ার বিখ্যাত একশৃঙ্গ গন্ডারের ছবি। জলদাপাড়ার সঙ্গে সামঞ্জস্য রেখে ইঞ্জিনে গাঢ সবুজ, নীল এবং কালো রংয়ের ব্যবহার করা হয়েছে। সবুজ রং দিয়ে জঙ্গল এবং নীল রং দিয়ে জঙ্গলের ভেতর দিয়ে বয়ে চলা তোর্ষা নদীকে বোঝানো হয়েছে। কালো রং দিয়ে আঁকা হয়েছে বিশালাকার একটি গন্ডার। এই কাজের দায়িত্ব পেয়েছিলেন বাবাই দে, বিক্রম ছেত্রী এবং সৌরভকুমার দাস। তাঁদের কাজ সবার পছন্দ হওয়ায় খুশি তাঁরা।

উত্তর-পূর্ব সীমান্ত রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক সব্যসাচী দে বলেন, ‘জলদাপাড়ার দিকে পর্যটকদের আকর্ষণ বাড়াতে রেলের এই ভাবনা। গন্ডার সংরক্ষণে জলদাপাড়া জাতীয় উদ্যান দেশের মধ্যে অন্যতম।’

দেশের বিভিন্ন প্রান্তের মানুষকে জলদাপাড়া চেনাতে এই ইঞ্জিনটি শুধুমাত্র একটা নির্দিষ্ট রুটের ট্রেনের সঙ্গে চলবে না। আপাতত নিউ জলপাইগুড়ি থেকে বালুরঘাটগামী ইন্টারসিটি এক্সপ্রেস ট্রেনের সঙ্গে এই ইঞ্জিনটি লাগানো থাকবে। পরে অন্য ট্রেনের সঙ্গে ইঞ্জিনটি যুক্ত হবে।

আলিপুরদুয়ার পর্যটন ব্যবসায়ীরা রেলের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট ট্যুরিজম অ্যাসোসিয়েশনের সহ সভাপতি বিশ্বজিৎ সাহা বলেন, ‘ভারতীয় রেল যে জলদাপাড়ার বিখ্যাত একশৃঙ্গ গন্ডারকে এভাবে স্বীকৃতি দিল, সেটা নিঃসন্দেহে প্রশংসার যোগ্য। এতে জলদাপাড়ার পরিচিতি বাড়বে।’

কয়েকদিন আগে জলদাপাড়া জাতীয় উদ্যানের ভেতর ঐতিহ্যবাহী হলং বনবাংলো ভস্মীভূত হয়ে যায়। সেই বনবাংলো ফের তৈরি হবে কি না, সেটা সময়ই বলবে। কিন্তু রেলের এই উদ্যোগের মাধ্যমে জলদাপাড়ার গন্ডাররা বেঁচে থাকবে। বনকর্তারাও রেলের এই উদ্যোগের প্রশংসা করেছেন।

Sucharita Chanda

Sucharita Chanda is working as Sub Editor Since 2020. Presently she is attached with Uttarbanga Sambad. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Recent Posts

Nisith Pramanik | দীর্ঘদিন স্কুলমুখী হন না ‘শিক্ষক’ নিশীথ, শিক্ষামন্ত্রীর কাছে দরবার উদয়নের

শুভঙ্কর সাহা, দিনহাটা: প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিক (Nisith Pramanik) দীর্ঘদিন ধরে স্কুলে যান না।…

5 mins ago

Amarnath Yatra | কঠোর নিরাপত্তায় শুরু অমরনাথ যাত্রা, চলবে ৫৩ দিন

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: শুরু হল অমরনাথ যাত্রা(Amarnath Yatra)। শুক্রবার ভোরে শৈবতীর্থ অমরনাথের উদ্দেশে রওনা…

11 mins ago

Kolkata airport | পুনেগামী বিমানে বোমাতঙ্ক! কলকাতা বিমানবন্দরে যাত্রীদের নামিয়ে তল্লাশি

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: কলকাতা বিমানবন্দরে (Kolkata airport) বোমাতঙ্ক। শুক্রবার সকালে কলকাতা থেকে পুনে যাওয়ার…

15 mins ago

Delhi Rain | ভারী বৃষ্টিতে বিপর্যস্ত দিল্লি-এনসিআর, প্লাবিত বহু রাস্তা

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: প্রাক বর্ষায় প্লাবিত দিল্লি এবং এনসিআর। বৃহস্পতিবার মাঝরাত থেকে শুরু হয়েছে…

18 mins ago

Elephant | কাঁঠালের লোভে গ্রামে হাতি

শুভদীপ শর্মা, লাটাগুড়ি: কাঁঠাল পাকতেই বিপদের মুখে গরুমারা জঙ্গল (Gorumara National Park) লাগোয়া বিভিন্ন বনবস্তিবাসীরা।…

20 mins ago

Balurghat | খোদ পুর চেয়ারম্যানের ওয়ার্ডেই জলাশয় ভরাটের অভিযোগ, শোরগোল বালুরঘাটে

বালুরঘাট: জমি দখল নিয়ে ইতিমধ্যেই সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। জমি দখলের…

37 mins ago

This website uses cookies.