সামসী: অবৈধভাবে আম গাছ কেটে পাচার করা হচ্ছিল চাঁচল-২ নং ব্লকের গৌড়হন্ড গ্রাম পঞ্চায়েতের সুতি এলাকায় (Samsi)। স্থানীয়দের তৎপরতায় ভেস্তে গেল পরিকল্পনা। ঘটনাস্থলে চাঁচল থানার পুলিশ (Police) গিয়ে গাড়িসহ কাটা গাছ বাজেয়াপ্ত করে থানায় নিয়ে যায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকার কিছু গাছ মাফিয়া প্রশাসনের অনুমতি ছাড়াই অবৈধভাবে গাছ কেটে পাচার করছিল। এদিন বিকেলে গাড়িতে করে গাছের কাটা অংশ নিয়ে যাওয়ার সময় অভিযুক্তদের ধরে ফেলেন গ্রামবাসীরা। সঙ্গে সঙ্গে তারা খবর দেন পুলিশে। চাঁচল থানার পুলিশ ঘটনাস্থলে এসে গাছের কাটা অংশগুলি বাজেয়াপ্ত করেন।
অন্যদিকে, গাছ ব্যবসায়ী মহম্মদ সেলিম বলেন, ‘আম গাছ দুটি মৃত অবস্থায় ছিল বলে তাই বনদপ্তরের অনুমতি নেওয়ার বিষয়টি মাথায় আসেনি।’ এদিকে গৌড়হন্ড গ্রাম পঞ্চায়েতের প্রধান সুবেজা খাতুন বলেন, ‘পঞ্চায়েত থেকে কোনও অনুমতিও নেওয়া হয়নি। বিনা অনুমতিতে নির্বিচারে গাছ কাটা একেবারেই ঠিক নয়।’
রেঞ্জার দুলাল সরকার বলেন, ‘শুনেছি পুলিশ গাছ বাজেয়াপ্ত করেছে। তবে সুতি এলাকায় গাছ কাটা নিয়ে কেউ কোনও অনুমতি নেননি।’