মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫

BJP Party Office | ভেঙে গুঁড়িয়ে দেওয়া হল বিজেপির পার্টি অফিস! ফের উত্তেজনা তুফানগঞ্জে

শেষ আপডেট:

তুফানগঞ্জ: দুর্গাপুর কাণ্ডে তুফানগঞ্জ থানায় (Tufanganj Police Station) বিজেপির স্মারকলিপি দেওয়াকে কেন্দ্র করে সোমবার তৃণমূল-বিজেপি (TMC-BJP) সংঘাতে কার্যত রণক্ষেত্রের চেহারা নিয়েছিল তুফানগঞ্জ শহর। হামলা-পালটা হামলায় দু’পক্ষের চারজন আহত হয়েছিল। যদিও পরে কোনও মতে পরিস্থিতি সামাল দেয় পুলিশ।  কিন্তু রাতে ফের উত্তপ্ত হয়ে ওঠে তুফানগঞ্জ-১ ব্লকের নাটাবাড়ি বিধানসভার চিলাখানা-২ গ্রাম পঞ্চায়েতের ঘোঘারকুঠি ও দেওচড়াই মোড় এলাকা।

বিজেপির অভিযোগ, সোমবার গভীর রাতে পরপর দুটি বিজেপির দলীয় কার্যালয়ে (BJP PARTY OFFICE) ভাঙচুর চালায় তৃণমূল। দলীয় কার্যালয়ে থাকা টিভি, চেয়ার ও আসবাবপত্র ভাঙচুর করে পার্টি অফিসে তাণ্ডব চালানো হয় বলে অভিযোগ বিজেপির। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়।

নাটাবাড়ি বিধানসভার বিজেপি-৩ মণ্ডল সভাপতি চিরঞ্জিৎ দাস অভিযোগ করে বলেন, দিনের বেলায় সংঘর্ষের পর রাতে আমাদের দুটি পার্টি অফিসে হামলা চালানো হয়েছে। পুলিশ দেখেও কিছু করছে না। এটা সম্পূর্ণ পরিকল্পিত তৃণমূলের রাজনৈতিক সন্ত্রাস। পুলিশ প্রশাসনকে বলব, যদি তৃণমূলের এই সন্ত্রাসের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার না হয় তাহলে আমরা গণতান্ত্রিক আন্দোলনে নামব। এদিকে সমস্ত অভিযোগ অস্বীকার করে চিলাখানা-২ তৃণমূলের যুব সভাপতি সুমন রহমান বললেন, এই ঘটনার সঙ্গে তৃণমূলের কোনও সম্পর্ক নেই। বিজেপি নিজেরাই নাটক সাজিয়ে রাজনৈতিক সহানুভূতি পেতে চাইছে। তবে এনিয়ে টানটান উত্তেজনা রয়েছে দুটি এলাকায়। পরিস্থিতি মোকাবিলায় দুই এলাকাতে মোতায়েন রয়েছে তুফানগঞ্জ থানার পুলিশ।

Uttarbanga Sambad
Uttarbanga Sambadhttps://uttarbangasambad.com/
Uttarbanga Sambad was started on 19 May 1980 in a small letterpress in Siliguri. Due to its huge popularity, in 1981 web offset press was installed. Computerized typesetting was introduced in the year 1985.

Share post:

Popular

More like this
Related

Malda | ৬৭ বছরে ষড়ানন কার্তিকপুজো

স্বপনকুমার চক্রবর্তী, হবিবপুর: চারদিকে উৎসবের আমেজ শেষ হলেও মালদা...

TMC Leader Murder Case | তৃণমূল নেতা খুনে অস্বস্তি দলেই, পঞ্চায়েত সদস্য গ্রেপ্তার 

হরষিত সিংহ, মালদা: তৃণমূল নেতা খুন কাণ্ডে (TMC Leader...

Bihar Election | বিহারে ক্ষমতায় এনডিএ না মহাগঠবন্ধন? বুথ ফেরত সমীক্ষায় মিলল বড় ইঙ্গিত

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বিহার ভোটের (Bihar Election) ২...

Bolla Kali | চারদিনের মেলার সমাপ্তি, বিষাদভরা চোখে দেবীর বিসর্জন 

বিশ্বজিৎ প্রামাণিক, পতিরাম: চারদিনের উৎসব, ভক্তি ও আনন্দের সমাপ্তি...