অরিন্দম বাগ, মালদা: জমিজমা সংক্রান্ত বিবাদ থেকে পরিকল্পনামাফিক ধারাল অস্ত্র নিয়ে হামলা! এক ব্যক্তিকে খুনের অভিযোগ উঠল মালদা জেলার (Malda) ইংরেজবাজারে। ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই রাজনৈতিক রং লাগতে শুরু হয়েছে রাজ্যের দুই প্রধান রাজনৈতিক দল। শাসকদলের অভিযোগ, মৃত ব্যক্তি সক্রিয় তৃণমূল (TMC) কর্মী হওয়ায় বিজেপি (BJP) আশ্রিত দুষ্কৃতীরা তাকে খুন করেছে, পালটা বিজেপির দাবি এই ঘটনার সঙ্গে বিজেপির কোনও যোগ নেই। পূর্ববর্তী আক্রোশ থেকেই এই ঘটনা ঘটেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মৃত ব্যক্তির নাম সুবল ঘোষ (৫৩)। বাড়ি ইংরেজবাজার থানার (English Bazar Police Station) অন্তর্গত গৌড়ের রামকেলি এলাকায়। সুবল কৃষিকাজ করতেন। গতকাল রাতে স্ত্রী ও ছেলেকে নিয়ে এক আত্মীয়ের বাড়িতে অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন সুবল। বারোদুয়ারী কালিমন্দির সংলগ্ন এলাকায় স্থানীয় কয়েকজন হাঁসুয়া নিয়ে সুবলের ওপর চড়াও হয়। ঘটনাচক্রে সেই সময় এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায়। এরপরেই ধারাল অস্ত্র দিয়ে সুবলের গলায় কোপ মারে দুষ্কৃতীরা। স্ত্রী ও ছেলের চিৎকারে স্থানীয় বাসিন্দারা ছুটে এলে দুষ্কৃতীরা ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায়। তড়িঘড়ি সুবলকে উদ্ধার করে মালদা মেডিকেলে (Malda Medical College) নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা (Doctors) তাকে মৃত বলে ঘোষণা করেন। দেহ ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেলে পাঠানো হয়েছে। এই ঘটনায় সুবলের দিদি ৬ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যে অভিযুক্তদের পরিবারের লোকেদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে ইংরেজবাজার থানার পুলিশ।
সুবল এলাকায় সক্রিয় তৃণমূল কর্মী হিসেবে পরিচিত। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বছর খানেক আগে অভিযুক্তদের সঙ্গে সুবলের জমিজমা সংক্রান্ত বিষয়ে ঝামেলা হয়েছিল। এদিকে, সক্রিয় তৃণমূলকর্মী হওয়ায় এই ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক তরজা।