নয়াদিল্লি: নতুন সংসদ ভবন উদ্বোধন অনুষ্ঠান বয়কটের সিদ্ধান্ত নিল তৃণমূল কংগ্রেস। মঙ্গলবার আমন্ত্রণপত্র পাওয়ার পাঁচ মিনিটের মধ্যেই এই সিদ্ধান্তের কথা জানিয়েছে তারা।
২৮ মে নয়াদিল্লিতে নবনির্মিত সংসদ ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তা নিয়ে এই মুহূর্তে চর্চা চলছে জাতীয় রাজনীতিতে। কংগ্রেসের দাবি, প্রধানমন্ত্রী নয়, নতুন সংসদ ভবনের উদ্বোধন করুন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। কংগ্রেসের সুরে সুর মিলিয়েছে বাকি বিরোধীরাও।
কংগ্রেসের পর মঙ্গলবার দ্বিতীয় বিরোধী দল হিসেবে সংসদ ভবনের উদ্বোধন সমারোহ বয়কট করার সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল। এদিন বিকেলে লোকসভার অধ্যক্ষ ওম বিড়লার আমন্ত্রণপত্র হাতে পাওয়ার পরই তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার দলনেতা ডেরেক ও’ব্রায়েন বলেছেন, ‘ওই অনুষ্ঠান আসলে প্রধানমন্ত্রী মোদির একচেটিয়া প্রদর্শনী। সেখানে শুধু তিনি, তিনি এবং তিনিই বিরাজমান, অন্যদের কোনও ভূমিকা নেই। তাই এমন অনুষ্ঠানে অংশ নেওয়ার প্রয়োজন বোধ করছে না তৃণমূল। আমরা এর বাইরেই থাকব।’
এদিকে, কংগ্রেসের প্রতিবাদকে ‘ভণ্ডামি’ বলে কটাক্ষ করে কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরি বলেছেন, ‘১৯৭৫ সালে তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধি পার্লামেন্ট অ্যানেক্সের উদ্বোধন করেছিলেন। পরবর্তী সময়ে তাঁর পুত্র রাজীব গান্ধি প্রধানমন্ত্রী থাকার সময় সংসদের লাইব্রেরির ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন।