মালদা: আরজিকর ইস্যুতে জনমানসে ক্ষোভ বেড়েই চলেছে। আর সেই ক্ষোভের আঁচ যে শাসকদলের ঘাড়ে গিয়ে পড়ছে, তা রাজ্যের যে কোনও প্রান্ত থেকেই খুব সহজেই অনুমান করা যাচ্ছে। বুধবার মালদায় রাত দখলের কর্মসূচি আয়োজিত হয়েছে। মালদা শহরে সেই কর্মসূচির পরে রাস্তায় অনেক তৃণমূলের পতাকা ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকতে দেখা যায়।
তৃণমূলের অভিযোগ, বিজেপির দুষ্কৃতীরা পোস্ট অফিস মোড়ে থাকা সমস্ত দলীয় পতাকা খুলে মাটিতে ফেলে দিয়েছে। এনিয়ে বিজেপিকে রীতিমতো হুঁশিয়ারি দিয়েছেন তৃণমূলের মালদা জেলা সভাপতি আবদুল রহিম বক্সি। তিনি বলেন, ‘সিসিটিভি খতিয়ে দেখে অবিলম্বে প্রশাসনকে এই ঘটনার তদন্ত করতে হবে, না হলে তৃণমূলের কর্মীরা চামরা গুটিয়ে নেওয়ার ক্ষমতা রাখে।’ তৃণমূল পথে নামলে তার দায় বিজেপিকে নিতে হবে বলে জানান তিনি। যদিও পালটা জনরোষকে হাতিয়ার করে তৃণমূলকে একহাত নিয়েছে গেরুয়া শিবির।