হরিশ্চন্দ্রপুর: বেআইনিভাবে পুকুর ভরাটের অভিযোগ উঠল হরিশ্চন্দ্রপুরের তুলসীহাটায়। গ্রাম পঞ্চায়েতের উপপ্রধানের স্বামী তথা শাসক দলের শ্রমিক সংগঠনের ব্লক সভাপতির মদতেই এসব চলছে বলে অভিযোগ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সফরের মধ্যেই এই ঘটনায় অস্বস্তিতে তৃণমূল। তবে ভূমি ও ভূমি সংস্কার দপ্তর জানিয়েছে, খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।
বাসিন্দাদের অভিযোগ, তুলসিহাটায় অবৈধভাবে মাটি কাটা হচ্ছে। আর সেই মাটি দিয়ে ভরাট করা হচ্ছে এলাকারই একটি পুকুর। তাঁদের আশঙ্কা, এভাবে চলতে থাকলে প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হবে। বর্ষাকালে বন্যার কবলে পড়বে এলাকা। স্থানীয় সূত্রের খবর, মাটি কাটা এবং পুকুর ভরাটের কাজে যুক্ত রয়েছেন উপপ্রধানের স্বামী তথা শাসকদলের শ্রমিক সংগঠন আইএনটিটিউসির ব্লক সভাপতি আব্বাস আলি। বিষয়টি নিয়ে ক্ষোভ ছড়িয়েছে এলাকায়। এবিষয়ে স্থানীয় বাসিন্দা যোগেশ রাম বলেন, ‘প্রশাসন অবিলম্বে মাটিকাটা বন্ধ না করলে আমরা আন্দোলনে নামব। দরকার হলে ভূমি ও ভূমি সংস্কার অফিস ঘেরাও করব।’ যদিও আব্বাসের বক্তব্য, ‘এবিষয়ে আমি ভূমি সংস্কার দপ্তরে আবেদন জানিয়েছিলাম। সম্পূর্ণ নিয়ম মেনে প্রশাসনের অনুমতি নিয়ে কাজ হচ্ছে।’ তবে ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের আধিকারিক শুভঙ্কর মণ্ডল জানিয়েছেন, অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখা হবে। অবৈধভাবে মাটি কাটা বরদাস্ত করা হবে না।