চাঁচল: এবার বিক্ষোভের মুখে অভিষেক বন্দ্যোপাধ্যায়। মালদা জেলার ইংরেজবাজার ব্লকের বিনোদপুর অঞ্চলের সাট্টারি গ্রামে ‘তৃণমূলে নবজোয়ার’ কর্মসূচিতে যোগ দেওয়ার পথে অভিষেকের গাড়ি আটকে বিনোদপুর অঞ্চলের প্রধান, উপপ্রধানের বিরুদ্ধে কোটি কোটি টাকা তছরুপের অভিযোগ এবং ব্লক তৃণমূল সভাপতি তথা জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ প্রতিভা সিংহকে সরানোর দাবিতে সরব হন গ্রামবাসীদের একাংশ। বিক্ষোভকারীদের অভিযোগ, জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষা প্রতিভা সিংহ এবং স্থানীয় পঞ্চায়েত সদস্য-সদস্যরা সকলেই দুর্নীতিগ্রস্ত। তারা যাতে কোনভাবেই আসন্ন পঞ্চায়েত নির্বাচনে টিকিট না পায়। অভিষেক গাড়ি থেকে নেমে বিক্ষোভকারীদের অভিযোগ শুনেছেন। লিখিত অভিযোগও জমা নেন তাদের কাছ থেকে।
উল্লেখ্য, গতকালও চাঁচলে অভিষেকের নবজোয়ার কর্মসূচিতে দফায় দফায় বিশৃঙ্খলা, ভোটদানে কারচুপির অভিযোগ অভিযোগ ওঠে। এমনকি ধস্তাধস্তি-হাতাহাতিও হয়। অভিষেক মঞ্চে উঠতেই বিক্ষোভ দেখায় একদল তৃণমূল কর্মী। এহেন পরিস্থিতিতে দলের গোষ্ঠীদ্বন্দ্বে দীর্ণ চেহারাটাই সামনে চলে এসেছে বলে মনে করছে রাজনৈতিক মহল। যথেষ্টই অস্বস্তিতে তৃণমূল।