মালদা: ওয়াকফ আইনের প্রতিবাদে উত্তপ্ত মুর্শিদাবাদ (Murshidabad)। বহু মানুষ আশ্রয় নিয়েছেন মালদার (Malda) বৈষ্ণবনগরের শরণার্থী শিবিরে। সোমবার ঘরছাড়া মানুষদের সঙ্গে দেখা করতে বৈষ্ণবনগরে এলেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। তাঁদের সঙ্গে দেখা করে সবটা শোনার পর রাজ্যের শাসক দলকে কাঠগড়ায় তুলে সুকান্ত বলেন, ‘জঙ্গিপুর এবং ফারাক্কায় তৃণমূল বিধায়ক নিজেদের স্বার্থে দাঙ্গা করিয়েছে।’
মুর্শিদাবাদের ঘটনার পর বহু মানুষ প্রাণ হাতে করে গঙ্গা পেরিয়ে চলে আসেন মালদার বৈষ্ণবনগরের লালপুর হাইস্কুলের শরণার্থী শিবিরে। এদিন সেখানেই উপস্থিত হন সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। দীর্ঘক্ষণ তাঁদের সঙ্গে কথা বলেন। শোনের ভয়াবহ অভিজ্ঞতার কথা। আক্রান্তদের কথায়, পুলিশের সামনেই তাঁদের ঘর-বাড়ি পুড়িয়ে দেওয়া হয়। বিএসএফ (BSF) সময় মতো না পৌঁছলে তাঁরা আর প্রাণে বাঁচতেন না। তাই যতক্ষণ না এলাকায় বিএসএফ ক্যাম্প বসছে, ততক্ষণ তাঁরা নিজেদের বাড়িতে ফিরবেন না। অন্যদিকে, আক্রান্তদের খাদ্যসামগ্রী, ওষুধ, আর্থিক সাহায্য হাতে তুলে দেন রাজ্য বিজেপি (BJP) সভাপতি।
এদিকে আক্রান্তদের সঙ্গে কথা বলার পর সুকান্ত মজুমদার বলেন, ‘জঙ্গিপুর এবং ফারাক্কার তৃণমূল বিধায়ক নিজেদের স্বার্থে দাঙ্গা করিয়েছে। বিজেপি ক্ষমতায় থাকলে দাঙ্গাকারীদের বাড়ি বিক্রি করে ক্ষতিপূরণ তুলতাম। যাদের বাড়িঘর ভাঙা হয়েছে তাদের যাতে ক্ষতিপূরণ দেওয়া হয় সেই দাবি আদালতের কাছে করব। পাশাপাশি সব ঘটনা জানাবো স্বরাষ্ট্রমন্ত্রককে।’