নয়াদিল্লি: ইডির করা মামলায় শনিবার গুজরাট হাইকোর্ট থেকে জামিন পেলেন তৃণমূল মুখপাত্র সাকেত গোখলে। গত ডিসেম্বরে ইডির অভিযোগের ভিত্তিতে দিল্লির বঙ্গভবনে হানা দিয়ে সাকেতকে কোটি টাকা নয়ছয়ের অভিযোগে গ্রেপ্তার করেছিল গুজরাট ও দিল্লি পুলিশ। ক্রাউড ফান্ডিংয়ের মাধ্যমে তহবিল তছরূপের অভিযোগ সংক্রান্ত মামলায় তৃণমূল নেতা সাকেত গোখলেকে গ্রেপ্তার করা হয়। এরপর জানুয়ারি মাসে তাকে গ্রেপ্তার করে ইডি।
সাকেতকে এর আগে টাকা নয়ছয়ের অভিযোগে ডিসেম্বর মাসে গুজরাট পুলিশ দিল্লি থেকে গ্রেপ্তার করেছিল। সেই মামলায় গত এপ্রিলে সুপ্রিমকোর্টে জামিন পান সাকেত। ইডির করা মামলাতেও শনিবার হাইকোর্ট থেকে জামিন পেলেন তিনি। সাকেতের মুক্তির খবরে তৃণমূল কংগ্রেসের নেতা ডেরেক ও’ব্রায়েন বলেন, ‘অত্যন্ত খুশির খবর। আদালতের রায়কে আমরা স্বাগত জানাই।’