Tmc | বিজেপির পালটা! শহিদ স্মরণে দু’দিনের বিশেষ কর্মসূচি হাতে নিল তৃণমূল

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ‘অপারেশন সিঁদুর’ নিয়ে বিজেপি (Bjp) যে মাঠে নামতে চলেছে তা পরিষ্কার। তবে পিছিয়ে নেই তৃণমূলও (Tmc)। বিজেপির তেরঙ্গা যাত্রার কর্মসূচি ঘোষণা হতেই যুদ্ধেহ আবহে শহিদদের শ্রদ্ধা জানাতে কর্মসূচি ঘোষণা করে দিয়েছে তৃণমূল। আগামী শনি ও রবিবার রাজ্যের প্রতিটি ব্লক এবং কলকাতার প্রত্যেক ওয়ার্ডে সমাবেশ করবে ঘাসফুল শিবির। বুধবার মমতা বন্দ্যোপাধ্যায় জানান, ‘আমাদের দল ঘোষণা করেছে যে শনিবার ও রবিবার, প্রতিটি ব্লক ও শহরের ওয়ার্ডে বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত সমাবেশ হবে। শহিদ জওয়ানদের শ্রদ্ধা জানাতে এবং যাঁরা মাতৃভূমির জন্য প্রাণ দিয়েছেন, তাঁদের পরিবারকে সমবেদনা জানাতে এই উদ্যোগ। এটা কোনও রাজনৈতিক কর্মসূচি নয়, এটা আমাদের সামাজিক দায়িত্ব।’

অপারেশন সিঁদুর নিয়ে বিজেপি দেশজুড়ে তেরঙ্গা যাত্রা কর্মসূচি ঘোষণা করেছে। ১০ দিন ধরে এই কর্মসূচি হবে। আগামী শুক্রবার কলকাতায় বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে মিছিল হবে বলে জানা গেছে। আগামী বছর রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগে দেশপ্রেমের বার্তাকে হাতিয়ার করে গেরুয়া শিবির নির্বাচনি সুবিধে তোলার চেষ্টা করবে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন, তাদের শহিদ স্মরণ কর্মসূচির সঙ্গে রাজনীতির যোগ নেই। তবে মমতা যাই বলুন না কেন, রাজনৈতিক মহলের মতে কিছুতেই ‘অপারেশন সিঁদুর’ নিয়ে বিজেপিকে প্রচারের ফাঁকা মাঠ ছেড়ে দেবে না তৃণমূল। তাই তড়িঘড়ি শহিদ স্মরণ কর্মসূচির ঘোষণা।

Uttarbanga Sambad
Uttarbanga Sambadhttps://uttarbangasambad.com/
Uttarbanga Sambad was started on 19 May 1980 in a small letterpress in Siliguri. Due to its huge popularity, in 1981 web offset press was installed. Computerized typesetting was introduced in the year 1985.

More like this
Related

Mainaguri ATM Robbery | ময়নাগুড়ি এটিএম লুটে ধরা পড়ল তৃতীয় অভিযুক্ত, বাড়ি রাজস্থানে

বেলাকোবা: ময়নাগুড়িতে (Mainaguri) এটিএম লুটকাণ্ডে ধরা পড়ল আরও এক...

VVS Laxman | ভারতীয় দলের কোচ এখন লক্ষণ! কোচিংয়ের সমীকরণ কি বদলে গেল ইংল্যান্ডের মাটিতে?

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ মায়ের অসুস্থতার কারণে ইংল্যান্ড থেকে...

Shankar Ghosh | কে এই রহস্যময়ী? বিতর্ক বাড়তেই থানায় অভিযোগ দায়ের বিধায়ক শংকরের

রাহুল মজুমদার, শিলিগুড়ি: রহস্যময়ীর বিরুদ্ধে সাইবার ক্রাইম থানায় অভিযোগ...

Gangarampur | বালিশ চাপা দিয়ে নিজের মেয়েকে শ্বাসরোধ করে খুন! গঙ্গারামপুর থানায় আত্মসমর্পণ মায়ের    

গঙ্গারামপুর : বিশেষভাবে সক্ষম নিজের মেয়েকে বালিশ চাপা দিয়ে...