ডিজিটাল ডেস্ক: বিগত কয়েক দিন যাবত তৃণমূলের একাধিক নেতা বিভিন্ন বিষয় নিয়ে প্রকাশ্যে মুখ খুলতে শুরু করেছেন। যার মধ্যে কামারহাটির বিধায়ক মদন মিত্র অন্যতম। কার্যত কল্যাণ বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে অভিষেক বন্দ্যোপাধ্যায়, এমনকি দলের শৃঙ্খলারক্ষা কমিটিকেও নাম না করে মদন মিত্র বিঁধছেন। তাই এবার তড়িঘড়ি তৃণমূলের শৃঙ্খলা রক্ষা কমিটি মদন মিত্রকে সাবধান করল বলে জানা যাচ্ছে। সূত্রের খবর, দলের মহাসচিব তথা তৃণমূলের শৃঙ্খলা রক্ষা কমিটির চেয়ারম্যান পার্থ চট্টোপাধ্যায় সরাসরি ফোন করে মদন মিত্রকে সাবধান করেছেন। পাশাপাশি মদন মিত্রকে বলা হয়েছে, যদি কোন সমস্যা থাকে তাহলে দলের অন্দরেই বলার জন্য। খুব স্বাভাবিকভাবেই তৃণমূলে যে অশান্তির সূত্রপাত হয়েছে, তা যেনতেন প্রকারেণ এবার বন্ধ করতে বদ্ধপরিকর শাসক দল।
আরও পড়ুন : মদন মিত্রের ছেলের বিরুদ্ধে এবার বিস্ফোরক অভিযোগ তাঁর পুত্রবধূর