আলিপুরদুয়ার ও বীরপাড়া: চা বাগানে শ্রমিকদের পিএফ সমস্যা অনেকদিনের। শ্রমিকদের পিএফ অ্যাকাউন্টের সঙ্গে আধার লিংকের সমস্যা থাকায় অনেককেই প্রভিডেন্ট ফান্ডের টাকা তুলতে গিয়ে সমস্যায় পড়তে হচ্ছে। দীর্ঘদিনের এই সমস্যা নিয়ে আগেও বিভিন্ন আন্দোলন করতে দেখা গিয়েছে চা বাগানের শ্রমিক সংগঠনগুলোকে। এই ইস্যুতে জলপাইগুড়িতে পিএফ অফিস ঘেরাওয়ের প্রস্তুতি করছে তৃণমূল চা বাগান শ্রমিক ইউনিয়ন। আগামী ১৫ জানুয়ারি পিএফ অফিস ঘেরাও করা হবে। বর্তমানে আলিপুরদুয়ার ও জলপাইগুড়ির বিভিন্ন চা বাগানে গিয়ে শ্রমিকদের সঙ্গে কথা বলে পিএফ সংক্রান্ত অন্য সমস্যাগুলোও শুনছেন সংগঠনের নেতারা।
সোমবার আলিপুরদুয়ার-১ ব্লকের পাটকাপাড়া চা বাগানে গিয়ে ওই এলাকার চা বাগান শ্রমিকদের সঙ্গে আলোচনা করেন তৃণমূল চা বাগান শ্রমিক ইউনিয়নের নেতারা। ওই চা বাগানে কতজনের পিএফ সংক্রান্ত সমস্যা রয়েছে, সেটার তালিকাও তৈরি করতে বলা হয়েছে। তৃণমূল চা বাগান শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সভাপতি বীরেন্দ্র বরা ওরাওঁ বলেন, ‘চা বাগানগুলোয় পিএফ সমস্যা রয়েছে। কিন্তু সেগুলোর সমাধান করার জন্য পিএফ দপ্তরের আধিকারিকরা গুরুত্ব দিয়ে কাজ করছেন না। সেজন্য আমরা পিএফ অফিস ঘেরাও করব।’ আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ির সব চা বাগান থেকে আমাদের ইউনিটের দু’তিনজন সদস্য ওই ঘেরাওয়ে শামিল হবেন।
চা বাগানের শ্রমিকরা কাজে যোগ দেওয়ার সময় যে পদবি দিয়েছেন, অনেকেরই সেই পদবির সঙ্গে আধার কার্ডের পদবি মিলছে না। তবে চা বাগান কর্তৃপক্ষ বা পিএফ দপ্তর থেকে আধার কার্ডের সঙ্গে সেই আগের নাম মিলিয়ে সংশোধন করছে না। সে কারণে শ্রমিকরা অবসর নেওয়ার পর টাকা তুলতে পারছে না। অন্যদিকে কোনও শ্রমিক অবসর নেওয়ার পর তাঁর বদলি হিসেবে তাঁর পরিবার থেকে কেউ কাজে যোগ দিলে তাঁরও পিএফ অ্যাকাউন্ট বানাতে সমস্যা হচ্ছে।
যদিও এই আন্দোলন করে কাজ হবে না বলে কটাক্ষ অন্য চা বাগান শ্রমিক সংগঠনগুলোর। ভারতীয় টি ওয়ার্কর্স ইউনিয়নের সভাপতি যুগলকিশোর ঝা’র মতে, ‘এগুলো রাজনৈতিক আন্দোলন। এটা করে শ্রমিকদের সমস্যা মিটবে না। নাম, পদবির ভুল সেটা আধার কার্ডের সমস্যা। পিএফ অফিস এটা করতে পারবে না।’ তিনি জানান, শ্রমিকদের আধার কার্ডগুলো সংশোধন করা দরকার। যখন বিভিন্ন এলাকায় আধার কার্ড সংশোধনের ক্যাম্প হচ্ছিল, তখন নেতারা এই সমস্যা মেটানোর চেষ্টা করেননি বলে তোপ দেগেছেন তিনি।
রাজনৈতিক মহলের বক্তব্য, চা বাগানে সংগঠন শক্তিশালী না হলে আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি লোকসভায় এগোনো মুশকিল, বুঝেছে তৃণমূল। রাজনৈতিক মহলে জল্পনা, ২০২৬ সালের বিধানসভা ভোটকে পাখির চোখ করে এখন থেকে পিএফ দুর্নীতিকে হাতিয়ার করছে ঘাসফুল শিবির। সোমবার ফালাকাটার তাসাটি এবং দলগাঁও চা বাগানে পিএফ অফিস ঘেরাও নিয়ে প্রস্তুতি বৈঠক করে তৃণমূল চা বাগান শ্রমিক ইউনিয়ন। সংগঠনের সহ সভাপতি উত্তম সাহা বলেন, ‘চা শ্রমিকদের পিএফ নিয়ে দুর্নীতি চলছে। পিএফ অফিসে শ্রমিকদের হয়রানি করা হচ্ছে।’