উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: সাফল্যের শিখড়ে পৌঁছে পেশাদারিত্ব ভুলে গিয়েছেন তৃপ্তি দিমরি (Triptii Dimri)। সম্প্রতি এমনই অভিযোগ উঠেছে বলিউড অভিনেত্রীর (Bollywood actress) বিরুদ্ধে। অভিযোগ রয়েছে, জয়পুরের (Jaipur) একটি ইভেন্টের জন্য অগ্রিম টাকা (Advance payment) নিয়েছিলেন তিনি। কিন্তু তারপরও ওই ইভেন্টে তিনি যাননি। আর তাতেই রেগে আগুন ওই ইভেন্টের মহিলা উদ্যোক্তারা। এমনকি তাঁর পোস্টারে কালিও লাগানো হয়েছে। এমনই একটি ভিডিও বর্তমানে ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। এদিকে বিতর্ক বাড়তেই এপ্রসঙ্গে মুখ খুললেন তৃপ্তি দিমরি।
সোশ্যাল মিডিয়ায় তৃপ্তির টিমের তরফে একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে। যাতে বলা হয়েছে, ‘এই মুহূর্তে তাঁর আসন্ন ভিকি বিদ্যা কা ওহ ওয়ালা ভিডিও ছবির প্রচারে ব্যস্ত রয়েছেন তৃপ্তি। বর্তমানে এই ছবি সম্পর্কিত সমস্ত নির্ধারিত ইভেন্টেই তিনি একমাত্র যাচ্ছেন প্রচারের জন্য। উল্লেখযোগ্যভাবে, এছাড়া ব্যক্তিগতভাবে তিনি আলাদা কোনও অনুষ্ঠানে হাজির থাকার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হননি বা অগ্রিম কোনও অর্থ নেননি।’
প্রসঙ্গত, মহিলা উদ্যোক্তাদের দ্বারা ‘নারী শক্তি’র জন্য জয়পুরে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেখানকারই এক মহিলা উদ্যোক্তার দাবি, অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য অগ্রিম ৫ লক্ষ টাকা নিয়েছিলেন তৃপ্তি। কিন্তু টাকা নিয়েও অনুষ্ঠানের দিন তৃপ্তির দেখা মেলেনি। যদিও এই অভিযোগ সম্পূর্ণ খারিজ করে দেওয়া হয়েছে তৃপ্তির টিমের তরফে। বর্তমানে তৃপ্তির হাতে রয়েছে একের পর এক ছবি। শেষ তাঁকে দেখা গিয়েছিল ‘ব্যাড নিউজ’ ছবিতে। আগামীতে ‘ভিকি বিদ্যা কা ওহ ওয়ালা ভিডিও’, ‘ভুলভুলাইয়া ৩’, ‘ধড়ক ২’ ছবিতে দেখা যাবে তৃপ্তিকে।