আগরতলা: চলন্ত গাড়িতে কলেজ ছাত্রীকে গণধর্ষণ! মেয়েটির ওপর নির্মম নির্যাতন চালানো হয়েছে বলে অভিযোগ। পশ্চিম ত্রিপুরার আমতলি বাইপাসের ধারে মেয়েটিকে ক্ষতবিক্ষত অবস্থায় উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় গ্রেপ্তার হয়েছে তিনজন। ধৃতদের মধ্যে মূল অভিযুক্তের বাড়ি থেকে কোটি কোটি টাকা নগদ উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার রাতে ওই কলেজ ছাত্রীকে গাড়িতে তুলে নিয়ে যায় অভিযুক্তরা। মেয়েটির ওপর রাতভর চলে নির্যাতন। ভোরের দিকে মেয়েটিকে রাস্তার ধারে ফেলে পালায় অভিযুক্তরা। পুলিশ তদন্ত করে জানতে পেরেছে, তরুণীর সঙ্গে অভিযুক্তের নিয়মিত কথাবার্তা চলত। পশ্চিম ত্রিপুরার এসপি কিরণ কুমার জানিয়েছেন, ওই তিনজনই একাধিক অপরাধমূলক কাজের সঙ্গে জড়িত। ধৃতদের মধ্য়ে একজনের বাড়ি আমতলি থানা এলাকায়। তাকে গ্রেপ্তারের পর বাড়িতে তল্লাশি চালিয়ে কোটি কোটি টাকা নগদ উদ্ধার করেছে পুলিশ। মূল অভিযুক্তের ও তার দুই সঙ্গীর বাড়ি থেকে আইপিএলের লগবুক, ল্যাপটপ, মোবাইল সিম, এটিএম কার্ড বাজেয়াপ্ত করা হয়েছে। ধৃতরা আইপিএল বেটিং চক্রে জড়িত কিনা, পুলিশ তা খতিয়ে দেখছে। পুলিশের অনুমান, এই ঘটনার সঙ্গে আরও অনেকে জড়িত। তাদের খোঁজ চলছে। হাসপাতালে নির্যাতিতা তরুণীর চিকিৎসা চলছে।