উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ত্রিপুরায় পর পর দু’দিন দু’টি ধর্ষণের খবর প্রকাশ্যে এল। স্কুল থেকে ফেরার পথে পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে অপহরণ করে ধর্ষণ (Tripura rape) করা হয়েছে বলে অভিযোগ। শনিবার তাকে বাড়ির সামনে ফেলে যাওয়া হয়। এখনও পর্যন্ত ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি।
দক্ষিণ ত্রিপুরায় শনিবার এক ছাত্রীর নিখোঁজ হওয়ার অভিযোগ দায়ের হয়েছিল। বলা হয়েছিল, স্কুল থেকে বাড়ি ফেরেনি মেয়ে। তাঁদের সন্দেহ, মেয়েকে অপহরণ করা হয়েছে। অভিযোগ পেয়ে তদন্ত শুরু করে পুলিশ। এরপর নাবালিকাকে (Minor) বাড়ির সামনের একটি জায়গা থেকে উদ্ধার করা হয়। এই ঘটনায় রাতেই এফআইআর দায়ের করে পুলিশ। তবে এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি। পুলিশ সূত্রে খবর, মূল অভিযুক্ত ২২ বছরের যুবক। সে ওই এলাকারই বাসিন্দা। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে।
প্রসঙ্গত, বৃহস্পতিবার উত্তর ত্রিপুরায় এক নাবালিকাকে গণধর্ষণের অভিযোগ ওঠে। দোকান থেকে বাড়ি ফেরার পথে তাকে অপহরণ করে পাশের জঙ্গলে নিয়ে যাওয়া হয়েছিল বলে অভিযোগ। সেখানে তাকে গণধর্ষণ করা হয়। শুক্রবার অভিযুক্তদের গ্রেপ্তার (Arrest) করেছে পুলিশ (Police)।