উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: প্রতিবেশীর লালসার শিকার ১৪ মাসের শিশু! ধর্ষণের পর শিশুকে খুনের অভিযোগ উঠেছে। উত্তর ত্রিপুরার (Tripura) ঘটনা। অসমের নীলামবাজার থেকে অভিযুক্তকে গ্রেপ্তার (Arrest) করেছে পুলিশ।
জানা গিয়েছে, শিশুটিকে ঘুরতে নিয়ে যাওয়ার কথা বলে মায়ের কাছ থেকে নিয়ে যায় ওই ব্যক্তি। এরপর দীর্ঘক্ষণ পরও বাড়ি না ফেরায় চিন্তিত হয়ে পড়ে শিশুটির বাবা-মা। এলাকায় খবর ছড়িয়ে পড়তেই স্থানীয়রা তার খোঁজ শুরু করেন। সেইসময়, ধানখেত থেকে শিশুটির নিথর দেহ পাওয়া যায়। ময়নাতদন্তের পরে দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়।
শনিবার ধর্ষণের ঘটনাটি ঘটেছে বলে জানিয়েছেন পানিসাগর থানার অফিসার-ইনচার্জ সুমন্ত ভট্টাচার্য। তিনি জানান, ধর্ষণের পর শিশুটিকে হত্যা করে এলাকার একটি ধানখেতে পুঁতে ফেলা হয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ (Police)।

