উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) শপথগ্রহণ অনুষ্ঠানে ভারতের প্রতিনিধি হয়ে উপস্থিত ছিলেন বিদেশমন্ত্রী এস জয়শংকর (S Jaishankar)। ওয়াশিংটন সফর এবং পরবর্তীকালে ট্রাম্প প্রশাসনের ঊর্ধ্বতন আধিকারিকদের সঙ্গে তাঁর উচ্চ পর্যায়ের বৈঠকের বিস্তারিত প্রকাশ করেছেন তিনি। নিজেই এই সফরের বর্ণনা দিয়ে জয়শংকর স্পষ্ট জানান, ভারতের সঙ্গে সম্পর্ককে অগ্রাধিকার দিচ্ছে ট্রাম্পের প্রশাসন (India Ties)।
বুধবার মার্কিন বিদেশ সচিব মারো রুবিও ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়ালজের সঙ্গে বৈঠক করেন জয়শংকর। সেই বৈঠক সম্পর্কে বলতে গিয়ে বিদেশমন্ত্রী বলেন, ‘নতুন ট্রাম্প প্রশাসনের প্রচেষ্টা হল ২০১৭ থেকে ২০২১ সালে পূর্ববর্তী ট্রাম্প প্রশাসনের সঙ্গে তৈরি সম্পর্ককে আরও শক্তিশালী করা।’ এমনকি আমেরিকা কোয়াডের (Quad) পরিধি এবং স্কেল সম্প্রসারণ করতে আগ্রহী বলেও জানান জয়শংকর।
এই সফর নিয়ে বলার সময় জয়শংকর তিনটি বিষয় তুলে ধরেন। তিনি বলেন, ‘যদি আমি আমার সামগ্রিক অনুভূতি তুলে ধরি তাহলে বলব, এটা খুবই স্পষ্ট ছিল যে ট্রাম্প প্রশাসন উদ্বোধনী অনুষ্ঠানে ভারতকে উপস্থিত রাখতে আগ্রহী ছিল। তারা স্পষ্টতই দ্বিপাক্ষিক সম্পর্ককে অগ্রাধিকার দিচ্ছে। দ্বিতীয়ত, বৈঠকগুলিতে এটাও স্পষ্ট ছিল যে তারা সম্পর্কের ভিত গড়ে তুলতে চায়, এমন একটি ভিত যা তৈরিতে প্রথম ট্রাম্প প্রশাসনও অনেক অবদান রেখেছিল।’ এরপরই তিনি বলেন, ‘তৃতীয়ত, আমার দৃঢ় ধারণা যে নতুন ট্রাম্প প্রশাসনও আমাদের মতোই কোয়াডকে আরও এগিয়ে নিয়ে যেতে এবং এর কার্যক্রম তীব্র করতে আগ্রহী।’
প্রসঙ্গত, মার্কিন প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্টের শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকার পাশাপাশি একাধিক দ্বিপাক্ষিক এবং বহুপাক্ষিক বৈঠকও করেছেন বিদেশমন্ত্রী এস জয়শংকর। মার্কিন যুক্তরাষ্ট্র, জাপান এবং অস্ট্রেলিয়ার প্রতিনিধিদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকও করেন তিনি। জানা গিয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পাঠানো একটি চিঠিও ট্রাম্পের জন্য নিয়ে গিয়েছিলেন তিনি। মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে তাঁর দীর্ঘ ৪০ বছরের সম্পর্ক হলেও এই প্রথমবার তিনি প্রেসিডেন্টের শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকলেন বলেও উল্লেখ করেছেন বিদেশমন্ত্রী।