উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: তিন বছর ধরে চলা রাশিয়া-ইউক্রেন (Russia-Ukraine) যুদ্ধ এবার থামতে চলেছে! রবিবার আশাপ্রকাশ করে মার্কিন আধিকারিকরা জানিয়েছেন, যুদ্ধবিরতি নিয়ে চূড়ান্ত আলোচনা সারতে চলতি সপ্তাহে কথা বলতে পারেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন (Trump-Putin)।
বৃহস্পতিবার রাতে পুতিনের সঙ্গে দেখা করেন মার্কিন দূত স্টিভ উইটকফ। রবিবার তিনি মার্কিন সংবাদমাধ্যমকে জানান, মস্কোয় পুতিনের সঙ্গে ‘ইতিবাচক’ বৈঠক হয়েছে তাঁর। ট্রাম্প এবং পুতিনের সম্ভাব্য বৈঠকও ‘ইতিবাচক’ হবে বলে আশা করছেন তিনি।
একদিকে যখন রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে উদ্যোগী হয়েছে আমেরিকা, শান্তি আলোচনা, মধ্যস্থতার চেষ্টা চলছে, তখনও রুশ বাহিনী হামলা চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ ইউক্রেনের। বৃহস্পতিবার ক্রেমলিন দাবি করে, তারা কুর্স্ক শহর পুনর্দখল করে নিয়েছে। ইউক্রেন বাহিনীকে আত্মসমর্পণের জন্য চাপ দিচ্ছে রাশিয়া। তবে পুতিন (Vladimir Putin) জানিয়েছেন, যুদ্ধবিরতি নিয়ে তিনি আলোচনায় বসতে আগ্রহী।