উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: সম্প্রতি চিনের বিরুদ্ধে ১০০ শতাংশ শুল্ক চাপানোর হুঁশিয়ারি দিয়েছিলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। তবে সেই অবস্থান থেকে কিছু সরে এলেন ট্রাম্প। ট্রুথ সোশ্যাল ট্রাম্প জানালেন, চিনকে নিয়ে চিন্তার কোনও নেই। সব ঠিক হয়ে যাবে।
চিনের সমস্ত পণ্যে ১০০ শতাংশ অতিরিক্ত শুল্ক আরোপের দু’দিনের মাথায় সুরবদল করে চিনের প্রেসিডেন্ট শি জিনপিংকে (Xi Jinping) বার্তা দিলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
বিরল খনিজের বাণিজ্য এবং এই পণ্যের ওপর চিনের রপ্তানি নিয়ন্ত্রণের নীতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন ট্রাম্প। এরপর তিনি ঘোষণা করেছিলেন, ১ নভেম্বর থেকে চিনের সমস্ত পণ্যে বাড়তি ১০০ শতাংশ শুল্ক কার্যকর করা হবে। কারণ, বিরল খনিজের রপ্তানি নিয়ে তারা যে পদক্ষেপ করেছে, তা আর কেউ করে না।
এরপর বেজিঙের তরফে রফতানি নিয়ন্ত্রণ নীতির ব্যাখ্যা দেওয়া হয়। পাশাপাশি ট্রাম্পকে হুঁশিয়ারিও দেয় বেজিঙে। তারপরেই ট্রাম্পের সুর নরম দেখা গেল।
ট্রাম্প জানালেন, গোটা চিন অবসাদগ্রস্ত হয়ে পড়ুক, এটা তিনি চান না। আমেরিকা তো চিনকে সাহায্য করতে চায়।
বেজিঙের তরফে রপ্তানি সম্পর্কে যে বিবৃতি দেওয়া হয়েছিল, তাতে বলা হয়েছিল, রফতানিতে কোনও নিষেধাজ্ঞা আরোপ করা হচ্ছে না। কিছু ক্ষেত্রে তা নিয়ন্ত্রণ করা হয়েছ।
চিনের আইন অনুযায়ী এটি বৈধ সিদ্ধান্ত। এবার থেকে বিরল খনিজ চিন থেকে কিনতে গেলে সংশ্লিষ্ট দেশকে একটি বৈধ লাইসেন্স সঙ্গে রাখতে হবে।
তাদের বক্তব্য, সামরিক ক্ষেত্রে বিরল খনিজের ব্যবহার তারা নিয়ন্ত্রণ করতে চাইছে। বিশ্বে শান্তি ফেরানোর জন্য তা জরুরি।
আমেরিকার ১০০ শতাংশ শুল্কের হুঁশিয়ারির পাল্টা দিয়েছিল বেজিং। বলা হয়েছিল, এটা আমেরিকার ‘দ্বিচারিতা’র নিদর্শন। যদি ১০০ শতাংশ অতিরিক্ত শুল্কের হুমকি কার্যকর করা হয়, তবে পাল্টা পদক্ষেপ করবে চিন। তারপরেই ট্রাম্পের কিছুটা হলেও সুর নরম দেখা গেল।

