সোমবার, ২৪ মার্চ, ২০২৫

চিকিৎসায় আস্থা, পুজোয় বিশ্বাস! সাপেকাটা রোগীকে হাসপাতালে ভর্তি করে মনসার আরাধনা রোগীর বাড়িতে  

শেষ আপডেট:

আসানসোলঃ পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের কুলটি থানার ডিসেরগড়ের হাতিনাল গ্রামের বাসিন্দা প্রভাত মুখোপাধ্যায়কে গত শনিবার মধ্যরাতে ঘরের মধ্যে একটি চিতি সাপ কামড়ে দেয়। প্রথমে তাকে বাড়ির লোকেরা বরাকরে এক চিকিৎসকের কাছে নিয়ে যান। কিছুক্ষণ পরেই তাকে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। বর্তমানে তার চিকিৎসা সেখানেই চলছে। পাশাপাশি তাঁর সুস্থতা কামনায় বাড়িতে মনসা পুজোর আয়োজন করেছেন পরিবারের লোকেরা।

জানা গিয়েছে, প্রচন্ড গরম থাকার কারণে ঘরের মেঝেতে শুয়েছিলেন কুলটি থানার হাতিনাল গ্রামের বাসিন্দা প্রভাত মুখোপাধ্যায়। শোয়ার কিছুক্ষণ পর প্রভাতবাবু তাঁর স্ত্রী ববিতা মুখোপাধ্যায়কে ডেকে বলেন তাঁর হাতে কিছু একটা কামড়েছে। তাঁর স্ত্রী তড়িঘড়ি উঠে দেখেন একটি চিতি সাপ কামড়েছে তাঁকে। ঘরে সাপটিকে দেখতেও পান তিনি।

প্রভাতবাবুর মা সাধনা মুখোপাধ্যায় বলেন, আমরা সেদিন রাতে একসাথেই খাবার খেয়ে আলাদা আলাদা ঘরে ঘুমোতে যাই। প্রচন্ড গরমের কারণে ছেলে ঘরের মেঝেতে শুয়েছিল। আমি চিৎকার শুনে আসতেই ছেলে বলে মা আমাকে চিতি সাপে কামড়েছে। সঙ্গে সঙ্গে তাকে বরাকরে এক চিকিৎসকের কাছে নিয়ে যাই। তারপর সেখান থেকে জেলা হাসপাতালে ভর্তি করি। এখন তার চিকিৎসা সেখানেই চলছে। ছেলের সুস্থতা কামনায় সোমবার মা মনসার কাছে আমরা পুজো এবং যজ্ঞের ব্যবস্থাও করেছিলাম। আশাকরি মা মনসার কৃপায় আমাদের ঘরের ছেলে সুস্থ হয়ে আবার ঘরেই ফিরে আসবে।

এলাকার তৃণমূল কাউন্সিলার তারকনাথ ধীবর বলেন, চিকিৎসকরা আমাদের কাছে যেমন ভগবান, তারা তাদের সব রকম চেষ্টা যেমন করছেন। তেমনি অনেক ক্ষেত্রে ঈশ্বরও মানুষের মাথায় হাত রাখেন। আমরা চাই এই পরিবারের ছেলে যাতে সুস্থ হয়ে ফিরে আসে তার জন্য পরিবারের মানুষকে সঙ্গে নিয়ে মা মনসার পুজো ও যজ্ঞের ব্যবস্থা করেছি।

পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের এক পদাধিকারী কিংশুক মুখোপাধ্যায় বলেন, তবুও একটা জিনিস অবশ্যই ভালো বলতে হবে সেটা হল তারা চিকিৎসা ব্যবস্থার উপরে বিশ্বাস রেখে জেলা হাসপাতালে তাকে ভর্তি করে তার চিকিৎসা করাচ্ছেন। মনসা পুজোর আয়োজন তাদের নিজেদের বিশ্বাসের বিষয়।

পশ্চিম বর্ধমান জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক বা সিএমওএইচ ডাঃ ইউনুস খান বলেন, সাপে কামড়ানো রোগীর সমস্ত রকম চিকিৎসা ব্যবস্থা রয়েছে জেলা হাসপাতালে। চিকিৎসকরা যথাসাধ্য প্রতি ক্ষেত্রে চেষ্টা করেন রোগীকে বাঁচাতে। যতটুকু জেলা হাসপাতাল থেকে জেনেছি, এক্ষেত্রে সমস্ত রকম চিকিৎসা দেওয়া হচ্ছে ঐ ব্যক্তিকে।

Sandip Sarkar
Sandip Sarkarhttps://uttarbangasambad.com/
Sandip Sarkar Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 22 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.

Share post:

Popular

More like this
Related

Kolkata | হাইকোর্টের বিচারপতি পরিচয় দিয়ে আর্থিক প্রতারণার অভিযোগ, গ্রেপ্তার ১

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ সরাসরি এক আইএএস অফিসারকে ফোন...

Mamata Banerjee in London | ৬ দিনের সফরে লন্ডনে মমতা, সোমবার থেকে ঠাসা কর্মসূচি

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক : মেঘলা আকাশ, কনকনে শীতের...

CM Mamata Banerjee | দুবাই পৌঁছে লন্ডনের উদ্দেশে পাড়ি মমতার, দুপুরে নামবেন হিথরো বিমানবন্দরে

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: দুবাই (Dubai) পৌঁছানোর পর এবার...

CM Mamata Banerjee | ‘সর্বক্ষণ যোগাযোগ থাকবে, ভালো থাকবেন’, লন্ডন সফরের আগে রাজ্যবাসীকে বার্তা মুখ্যমন্ত্রীর

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বৈদ্যুতিক সাবস্টেশনে বিধ্বংসী অগ্নিকাণ্ডের জেরে...