মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫

Uttar Dinajpur | প্রাণ বাঁচাতে কাঁটাতার পেরিয়ে ভারতে প্রবেশের চেষ্টা! নাবালককে গ্রেপ্তার করল বিএসএফ

শেষ আপডেট:

হেমতাবাদ : খানিকটা যেন বজরঙ্গি ভাইজান সিনেমার মুন্নির গল্পের সঙ্গে মিল আছে একেবারে হাতেগরম সত্যি এই ঘটনার। তবে এক্ষেত্রে মূল চরিত্র একজন আট বছরের বালক। রিল আর রিয়েল লাইফের এমন আশ্চর্য মিল যে কোনও সিনেমার চিত্রনাট্যকেও হার মানাবে।

কাঁটাতার টপকে ভারতে প্রবেশ করার সময় আট বছরের নাবালককে গ্রেপ্তার করল বিএসএফ। বৃহস্পতিবার সকালে ওই নাবালককে হেমতাবাদ থানার পুলিশের হাতে তুলে দেন ৬৩ নম্বর ব্যাটালিয়নের আধিকারিক। বৃহস্পতিবার বিকেলে তাঁকে কর্ণজোড়ার জুভেনাইল জাস্টিস বোর্ডে তোলা হলে বিচারক হোমে রাখার নির্দেশ দেন।

বিএসএফ জানিয়েছে, ওই নাবালকের বাড়ি বাংলাদেশের ঠাকুরগাঁও জেলার পিরগঞ্জ থানার বেলদহি গ্রামে। ৮ বছরের ওই নাবালকের চেহারা শ্যামবর্ণ, চোখে মুখে আতঙ্কের ছাপ, পরনে কালো প্যান্ট ও উলের জ্যাকেট। এদিন সকালে বিএসএফের আধিকারিকেরা ওই নাবালককে আটক করে হেমতাবাদ থানায় নিয়ে আসলে পুলিশ প্রথমে তাকে নিতে অস্বীকার করে। পুলিশ আধিকারিকদের প্রস্তাব ছিল, ওই নাবালককে ফ্ল্যাগ মার্চের মাধ্যমে পুশব্যাক করে দেওয়া হোক। কিন্তু বিএসএফের সাফ জবাব, ওই নাবালকের নিরাপত্তার স্বার্থে হেমতাবাদ থানার মাধ্যমে হোমে রাখার ব্যবস্থা করা হোক। সবটাই করা হোক আইনি প্রক্রিয়ার মাধ্যমে। এরপর পুলিশ বাধ্য হয়ে ফরেন অ্যাক্টে মামলা রুজু করে জুভিনাইল জাস্টিস বোর্ডে পাঠায়।

ওই নাবালকের বক্তব্য, ‘বাংলাদেশে শুধু হিন্দু সম্প্রদায়ের উপর নয়, মুসলিম সম্প্রদায়ের ওপরেও হামলা চালাচ্ছে দুষ্কৃতীরা। আমার বাবা হাসিনার দল করত, সেটাই আমার বাবার অপরাধ। বাবাকে খুঁজে বেড়াচ্ছিল দুষ্কৃতীরা। এরপর যে যার মতো বাড়ি থেকে পালিয়ে বেরিয়ে যাই। আমার বাবা দশদিন ধরে ফুপুর বাড়িতে আশ্রয় নিয়ে আছে। পুলিশের কাছে অভিযোগ করতে গেলে পুলিশ উলটে মামলা দিয়ে দিচ্ছে। সেই কারণেই গতকাল সকালে ঠিক করি, আমি ভারতে গিয়ে থাকব। আমার মাও বলেছে, ভাইবোনদের নিয়ে ভারতের বিএসএফের হাতে ধরা দিয়ে নিরাপদ আশ্রয়ে থাকবে।’

বিএসএফের আধিকারিক সুনীল কুমার বলেন, ‘গতকাল হেমতাবাদের বামর বিওপি থেকে ওই বাংলাদেশি নাবালককে উদ্ধারের পর জিজ্ঞাসাবাদ করে আমরা জানতে পারি, বাংলাদেশের ভয়ংকর পরিস্থিতি নির্দিষ্ট কোনও জাতি নয় হিন্দু, মুসলিম প্রত্যেকেই আক্রান্ত ও আতঙ্কগ্রস্ত। সেই কারণেই আমরা পুশব্যাক না করিয়ে হেমতাবাদ থানার মাধ্যমে তাকে হোমে পাঠানোর ব্যবস্থা করি।’

হেমতাবাদ থানার আইসি সুজিত লামা বলেন, ‘বিএসএফের তরফ থেকে একজন বাংলাদেশি নাবালককে আমাদের হাতে তুলে দেওয়া হয়। আমরা নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে জুভেনাইল জাস্টিস বোর্ডে পাঠানোর ব্যবস্থা করেছি।’

Mistushree Guha
Mistushree Guhahttps://uttarbangasambad.com/
Mistushree Guha is working as Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Mistushree is involved in Copy Editing, Uploading in website.

Share post:

Popular

More like this
Related

Harimadhav Mukhopadhyay | প্রয়াত হলেন উত্তরবঙ্গের স্বতন্ত্র নাট্যভাষার ধারক ও বাহক হরিমাধব মুখোপাধ্যায়  

বালুরঘাটঃ প্রয়াত হলেন উত্তরবঙ্গের স্বতন্ত্র নাট্যভাষার ধারক ও বাহক...

Belacoba | ১৬ বছরের প্রেমিকাকে বিয়ে করতে ‘তুলে আনল’ বছর ২০-র প্রেমিক! আটকে দিল প্রশাসন   

বেলাকোবা: প্রেমিকার বয়স ১৬ আর প্রেমিকের ২০। আর সেই...

Forest Fire | দাউ দাউ আগুনে জ্বলছে পাহাড়ের বিস্তীর্ণ বনভূমি, বন্যপ্রাণের ক্ষতির আশঙ্কা

দার্জিলিং: জ্বলে পুড়ে খাক দার্জিলিংয়ের পর্যটন কেন্দ্র মেগিটার লাগোয়া...

Chopra | ‘দিনভর খুঁজেও …’,মামার বাড়ি বেড়াতে এসে নদীতে তলিয়ে গেল শিশু,খুঁজতে নামলো ডুবুরি

চোপড়া: মায়ের সঙ্গে মামার বাড়ি বেড়াতে এসে নদীতে তলিয়ে...