উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ অবশেষে চাপের মুখে পড়ে বাংলাদেশের সকল ধর্মের প্রতিনিধিদের নিয়ে বৈঠক করলেন মহম্মদ ইউনূস। বৃহস্পতিবারের এই বৈঠকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বিভিন্ন ধর্মের প্রতিনিধিদের বাংলাদেশের সাম্প্রদায়িক ঐক্যের ব্যাপারে নিশ্চিন্ত করবার চেষ্টা চালিয়েছেন মরিয়া ভাবে।
প্রসঙ্গত, পদ্মাপারের দেশে হিন্দু-সহ সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে একাধিকবার বার্তা দিয়েছে ভারত সরকার। এছাড়াও বাংলাদেশের এই বর্তমান পরিস্থিতি ঘিরে বিশ্বজুড়ে বিভিন্ন মহলে শুরু হয়েছে আলোচনা। এই আবহেই এদিন বিকালে রাজধানী ঢাকার বাংলাদেশ ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে এই বৈঠকের আয়োজন করেছিলেন ইউনূস। জাতীয় ঐক্য নিয়ে মতবিনিময় করতেই এই বৈঠক বলে জানিয়েছে তিনি।
এর আগে বিভিন্ন রাজনৈতিক দল এবং ছাত্র প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। আর আজকের বৈঠকে উপস্থিত ছিলেন মুসলিম, হিন্দু, খ্রিস্টান এবং বৌদ্ধ ধর্মের ধর্মীয় নেতারা । এদিন এই বৈঠকে জাতীয় ঐক্য নিয়ে বক্তব্য রাখতে গিয়ে ইউনূস বলেন, “আলাদা আলাদা মতামত থাকলেও আমরা একই পরিবারের সদস্য। আমরা পরস্পরের শত্রু নই। আমরা সকলেই বাংলাদেশি।” বাংলাদেশে জাতি ধর্ম নির্বিশেষে সবার সমান অধিকারের কথাও এদিন বলেন তিনি।