উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি পদে শপথ নিলেন টিএস শিবজ্ঞানম। বৃহস্পতিবার বিচারপতিকে শপথবাক্য পাঠ করান রাজ্যপাল সিভি আনন্দ বোস। হাইকোর্টের বারান্দায় বড়পর্দার মাধ্যমে শপথগ্রহণ অনুষ্ঠান দেখানোর ব্যবস্থাও করা হয়। এছাড়া লাইভ সম্প্রচারও করা হয়। এদিনের শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় ও কলকাতার মেয়র ফিরহাদ হাকিম সহ একাধিক বিশিষ্টজনেরা। এছাড়াও হাইকোর্টের বহু সিনিয়র আইনজীবী ও বারের সদস্যরাও উপস্থিত ছিলেন।
অন্যদিকে, প্রধান বিচারপতির শপথগ্রহণ অনুষ্ঠানে মুখোমুখি হলেও কোনও কথা হয়নি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। তবে ফিরহাদ হাকিমের সঙ্গে এক দুইবার কথা বলতে দেখা গিয়েছে শুভেন্দুকে।