শনিবার, ১২ জুলাই, ২০২৫

South Dinajpur | প্রেমঘটিত কারণে হামলা! রাস্তায় রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ল দ্বাদশ শ্রেণির ছাত্রী

শেষ আপডেট:

বিশ্বজিৎ প্রামাণিক, পতিরাম: বান্ধবীর বাড়ি থেকে ফেরার পথে দ্বাদশ শ্রেণির ছাত্রীর পথ আটকে প্রাণঘাতী হামলার ঘটনায় আতঙ্ক ছড়াল। শনিবার সন্ধ্যায় দক্ষিণ দিনাজপুর জেলার পতিরাম ইদ্রাকপুর এলাকায় ওই ছাত্রীকে দুই যুবক বাইকে করে এসে মাথায় ও গলায় আঘাত করে। ওই ছাত্রীর চিৎকার শুনে এক টোটোচালক এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে স্থানীয় বাসিন্দাদের মাধ্যমে খবর পেয়ে পতিরাম থানার পুলিশ ঘটনাস্থলে এসে আশঙ্কাজনক অবস্থায় ছাত্রীটিকে উদ্ধার করে বালুরঘাট জেলা হাসপাতালে ভর্তি করে। বর্তমানে সে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ওই ছাত্রী নাজিরপুর পঞ্চায়েত এলাকার বাসিন্দা। শনিবার সে মাদারগঞ্জে এক বান্ধবীর বাড়ি নোটস আনতে গিয়েছিল। এই হামলার নেপথ্যে প্রেমঘটিত কারণ রয়েছে বলে মনে করা হচ্ছে।  জানা গেছে, যুবতীর রাকেশ সরকার নামে এক যুবকের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল। কিন্তু কয়েক মাস আগে তা ভেঙে যায়। কিছুদিন আগে সে রাকেশ নামে ওই যুবকের বাড়ির সামনে ধর্নায়ও বসেছিল। সেই রাগেই তার উপর হামলা চালানো হয়েছে বলে জানা গেছে। আক্রান্ত মেয়েটির জামাইবাবু পতিরাম থানায় রাকেশ সরকারের বিরুদ্ধে ছক কষে খুনের চেষ্টা ও শ্লীলতাহানির ষড়যন্ত্রের অভিযোগ এনেছেন, সঙ্গে দুই অজ্ঞাত ব্যক্তিরও উল্লেখ করেছেন। পতিরাম থানার ওসি সৎকার সাংবো জানিয়েছেন, ‘অভিযোগ পাওয়ার সাথে সাথেই রাকেশ সরকারকে গ্রেপ্তার করে বালুরঘাট কোর্টে তোলা হয়েছিল। কোর্টের নির্দেশে তিনদিনের রিমান্ড নেওয়া হয়েছে। বাকিদের খোঁজ চলছে।’ আক্রান্ত ছাত্রীটির দিদি জানিয়েছেন, ‘ওরা বোনকে মেরে ফেলার জন্যই এই আক্রমণ করেছিল। এই প্রসঙ্গে তপন বিধানসভার বিজেপি বিধায়ক বুধরাই টুডু জানিয়েছেন, ‘একজন মহিলা মুখ্যমন্ত্রীর আমলে রাজ্যের মহিলারা নিরাপদ নেই। এমনকি যারা নারী নির্যাতন করে তাদের তৃণমূল সুরক্ষা দেয়। আমি এই ঘটনায় তীব্র প্রতিবাদ জানাই।’

Sabyasachi Bhattacharya
Sabyasachi Bhattacharyahttps://uttarbangasambad.com/
Sabbyasachi Bhattacharjee Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 23 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.

Share post:

Popular

More like this
Related

Patiram | সবাই এখন প্রথম সারিতে! ‘ইউ’-আকৃতির আসনে বদলাচ্ছে শিক্ষার পরিবেশ

পতিরাম: ক্লাসরুমে আর কোনও ব্যাকবেঞ্চার থাকবে না—এই ধারণা বাস্তবে...

Bakshirhat | বাড়ির পাশে রক্তাক্ত অবস্থায় পড়ে গৃহবধূর দেহ! ঘটনায় তীব্র চাঞ্চল্য বক্সিরহাটে

বক্সিরহাট: সকাল থেকে বাড়িতে নেই পুত্রবধূ। তন্নতন্ন করে খোঁজার...

Migrant labor death | টাওয়ার থেকে পড়ে বিপত্তি, রাজস্থানে মৃত্যু রতুয়ার এক পরিযায়ী শ্রমিকের

সামসী: রাজস্থানে টাওয়ার থেকে পড়ে মৃত্যু হয়েছে এক পরিযায়ী...

Changrabandha | মধ্যরাতে ঘরের মধ্যে ছায়ামূর্তি! আতঙ্কে ঘুম উড়ল গোটা পরিবারের

চ্যাংরাবান্ধা: এক বিধবা মহিলার ঘরে মধ্যরাতে অজ্ঞাত পরিচয় দুষ্কৃতী!...