Wednesday, September 11, 2024
HomeExclusiveCoochbehar | বাংলার রনজি ক্যাম্পে তুফানগঞ্জের অনন্ত

Coochbehar | বাংলার রনজি ক্যাম্পে তুফানগঞ্জের অনন্ত

শিবশংকর সূত্রধর, কোচবিহার: ২০২৪-’২৫ মরশুমে বাংলার রনজি সিনিয়ার ক্রিকেট দলে (Bengal Cricket Team) সুযোগ পেলেন তুফানগঞ্জের অনন্ত সাহা। শিবশংকর পাল (ম্যাকো)-এর পর রাজ্যকে দ্বিতীয় পেসার উপহার দিল তুফানগঞ্জ (Tufanganj)। এতদিন ভারতীয় রেলের হয়ে খেলা অনন্ত এবার মহম্মদ সামি, ঋদ্ধিমান সাহাদের সতীর্থ হতে চলেছেন। তাঁর এই সাফল্যে উচ্ছ্বসিত কোচবিহারের (Coochbehar) ক্রীড়ামহল। ম্যাকোর কাছেও পেস বোলিংয়ের তালিম নিয়েছেন অনন্ত। ছাত্র প্রসঙ্গে শিবশংকর বলেছেন, ‘অনন্ত পরিশ্রমী। আমি আশাবাদী ও ভালো পারফর্ম করবে।’ বর্তমানে কঠোর অনুশীলনের মধ্যে রয়েছেন অনন্ত। অনুশীলনের ফাঁকে তিনি বলেন, ‘সম্ভাব্য দলের তালিকা প্রকাশ হয়েছে। সেখানে নিজের নাম দেখে ভালো লাগছে। ভালো খেলাটাই আমার প্রধান লক্ষ্য।’

ছোটবেলা থেকেই অনন্তর ক্রিকেট অন্ত প্রাণ। তুফানগঞ্জের চিলাখানা হাইস্কুলের পড়ুয়া অনন্ত পড়াশোনার থেকে খেলাধুলোই বেশি করত। অনন্তরা পাঁচ ভাইবোন। ছোট্ট একটি মুদির দোকান থেকে সংসার চালাতেন বাবা অমৃতলাল সাহা। নুন আনতে পান্তা ফুরোনোর সংসারে ছেলেকে ক্রিকেটার তৈরি করার স্বপ্ন যেন অধরাই ছিল দুঃস্থ ওই পরিবারের। ২০১৩ সালে বাবা মারা যাওয়ার পর আরও আর্থিক সংকট দেখা দেয়। পরিবারের হাল ধরতে নিজেও মুদির দোকানে বসেছেন অনন্ত।

পাড়ার একটি ম্যাচে অনন্তর অসাধারণ বোলিং নজর কেড়েছিল ক্রিকেট কোচ উত্তম সাহার। এরপর তাঁর হাত ধরেই অনন্তর পথ চলা শুরু হয়। কোচবিহারের ঘোষপাড়া ইউথ ক্লাব ও জেলা দলে খেলেছেন। জেলা ক্রীড়া সংস্থার সচিব সুব্রত দত্ত বলেছেন, ‘আমরা আশাবাদী অনন্ত নিজের সেরাটা দিয়ে সকলের নজর কাড়বে।’

তুফানগঞ্জ কলেজে প্রথম বর্ষে পড়াকালীন অনন্ত কলকাতায় চলে যান। কঠোর অনুশীলনের পর অনূর্ধ্ব-২৩ বাংলা ও জাতীয় দলে সুযোগ পেয়েছিলেন। খেলার সুবাদেই পরবর্তীতে রেলে চাকরি। রেল দলের নিয়মিত সদস্য হয়ে ওঠেন। ২০১৮-’১৯ সিকে নাইডু ট্রফিতে ১০ ম্যাচে ৫২টি উইকেট নিয়ে তাক লাগিয়ে দিয়ে ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের বর্ষসেরা পুরস্কার জিতে নিয়েছিলেন অনন্ত।

বৃহস্পতিবার ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি)-এর তরফে ২০২৪-’২৫ মরশুমের সম্ভাব্য ক্রিকেটারদের তালিকা প্রকাশ করা হয়েছে। ৩১ জন ক্রিকেটারের সেই তালিকায় মহম্মদ সামি, ঋদ্ধিমান সাহা যেমন রয়েছেন তেমনই রয়েছেন কোচবিহারের অনন্ত।

Kuhelika Barman
Kuhelika Barmanhttps://uttarbangasambad.com/
Kuhelika Barman is working as Sub Editor Since 2016. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

Changrabandha | ট্রাক ধর্মঘটের জের, বন্ধ চ্যাংরাবান্ধা সীমান্ত দিয়ে রপ্তানি বাণিজ্য

0
চ্যাংরাবান্ধা: সাত দফা দাবিতে ১১ থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত ট্রাক ধর্মঘটের ডাক দিয়েছে ফেডারেশন অফ ওয়েস্ট বেঙ্গল ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন (Federation Of West Bengal...

Asansol | জাল লাইসেন্স দেখিয়ে বেসরকারি সংস্থায় গান ম্যানের চাকরি, আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার ৫

0
কুলটিঃ আগ্নেয়াস্ত্রের জাল লাইসেন্স দেখিয়ে একটি বেসরকারি সংস্থায় গান ম্যানের কাজ নিয়েছিলেন জনা কয়েক যুবক। সম্প্রতি, আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের দুর্গাপুরের কোকওভেন থানার পুলিশ...

DRDO | ৯ হাজার কিমি পাল্লার ক্ষেপণাস্ত্র বানাচ্ছে ডিআরডিও

0
নয়াদিল্লি: পরমাণু অস্ত্র বহনে সক্ষম দূরপাল্লার ক্ষেপণাস্ত্র কে-৫  তৈরি করছে ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (DRDO)। এই ক্ষেপণাস্ত্রের পাল্লা ৯০০০ কিলোমিটার। ২০০০ কেজি ওজনের...

Dubai | বিচ্ছেদের পর ‘ডিভোর্স’ সুগন্ধী এনে চমক রাজকন্যার

0
দুবাই: নারীসঙ্গে মজে স্বামী। স্ত্রী মানবেন কেন? এই অভিযোগে বিয়ের এক বছরের পরে স্বামীর সঙ্গে বিবাহবিচ্ছেদ করেন দুবাইয়ের রাজকুমারী শাইখা মাহরা মোহাম্মদ রশিদ অল...

Jammu and Kashmir | নিশ্ছিদ্র সীমান্তের নিশ্চয়তা বিএসএফ-এর

0
শ্রীনগর: জঙ্গি তৎপরতা ও অনুপ্রবেশে জেরবার সীমান্তবর্তী জম্মু ও কাশ্মীরে (Jammu and Kashmir) বিধানসভা নির্বাচন তিন দফায়। ভোট শুরু হচ্ছে ১৮ সেপ্টেম্বর। চলতি বছরেও...

Most Popular