মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫

Tulsi Gabbard | ট্রাম্পের দপ্তরে প্রাক্তন ডেমোক্র্যাট সদস্য, মার্কিন গোয়েন্দা প্রধান হচ্ছেন তুলসী গ্যাবার্ড

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয়ের পরই বিভিন্ন দপ্তর ঢেলে সাজাতে শুরু করেছেন ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। এবার আমেরিকার গোয়েন্দা বিভাগের নতুন প্রধান (Director of National Intelligence) হিসেবে তিনি নিয়োগ করলেন প্রাক্তন ডেমোক্র্যাট সদস্য তুলসী গ্যাবার্ডকে (Tulsi Gabbard)। তুলসীই হতে চলেছেন কংগ্রেসের প্রথম ‘হিন্দু’ মহিলা সদস্য, যিনি মার্কিন গোয়েন্দা বিভাগের প্রধান হলেন এবং ট্রাম্পের গোয়েন্দা উপদেষ্টা হিসেবে কাজ করবেন।

গোয়েন্দা বিভাগের প্রধানদের মতো অভিজ্ঞতা না থাকলেও দুই দশকেরও বেশি সময় ধরে মার্কিন সেনাবাহিনীতে কাজ করেছেন তুলসী। তিনি যদিও এর আগে ডেমোক্র্যাট সদস্য (Former Democrat) ছিলেন। ২০২০ সালে বাইডেনের সঙ্গে আমেরিকার প্রেসিডেন্ট হওয়ার লড়াইয়েও নেমেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত ডেমোক্র্যাটিক পার্টির অন্দরে প্রতিযোগিতায় পিছিয়ে পড়েছিলেন তুলসী। এরপর ২০২২ সালে ডেমোক্র্যাটিক পার্টির সঙ্গে সম্পর্ক ছিন্ন করেন তিনি। চলতি বছরের শুরু থেকে ট্রাম্পকে সমর্থন করা শুরু করেন তিনি। এমনকি মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের পাশেই প্রথম থেকে ছিলেন তুলসী। এবারের ট্রাম্পের সরকারে গুরুত্বপূর্ণ এই পদের দায়িত্ব পেয়ে তুলসী বলেন, ‘ডোনাল্ড ট্রাম্প, আপনাকে ধন্যবাদ। আমেরিকান জনগণের সুরক্ষা, নিরাপত্তা এবং স্বাধীনতা রক্ষার জন্য আপনার মন্ত্রিসভার সদস্য হিসেবে কাজ করা জন্য আমি মুখিয়ে রয়েছি।’

নাম দেখে অনেকেই মনে করেন তুলসী ভারতীয় বংশোদ্ভূত। কিন্তু আদতে ভারতের সঙ্গে তাঁর সরাসরি কোনও সম্পর্ক নেই। তাঁর মা হিন্দু ধর্মে ধর্মান্তরিত হয়েছিলেন এবং নিজের সন্তানদেরও হিন্দু নাম রেখেছিলেন। এমনকি তুলসী নিজের অফিসে শপথ নিয়েছিলেন ভগবত গীতায় হাত রেখে।

Shahini Bhadra
Shahini Bhadrahttps://uttarbangasambad.com/
Shahini Bhadra is working as Trainee Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Shahini is involved in Copy Editing, Uploading in website.

Share post:

Popular

More like this
Related

DHR | আট দশক পর ডিএইচআর-এ ফিরছে টার্নটেবিল, মাঝপথে ঘুরবে কোচের অভিমুখ

সানি সরকার, শিলিগুড়ি : ঐতিহ্য ফিরছে দার্জিলিং হিমালয়ান রেলওয়ে-তে।...

Harimadhav Mukhopadhyay | প্রয়াত হলেন উত্তরবঙ্গের স্বতন্ত্র নাট্যভাষার ধারক ও বাহক হরিমাধব মুখোপাধ্যায়  

বালুরঘাটঃ প্রয়াত হলেন উত্তরবঙ্গের স্বতন্ত্র নাট্যভাষার ধারক ও বাহক...

Forest Fire | দাউ দাউ আগুনে জ্বলছে পাহাড়ের বিস্তীর্ণ বনভূমি, বন্যপ্রাণের ক্ষতির আশঙ্কা

দার্জিলিং: জ্বলে পুড়ে খাক দার্জিলিংয়ের পর্যটন কেন্দ্র মেগিটার লাগোয়া...

Tulsi Gabbard | মার্কিন গোয়েন্দা উপদেষ্টাকে মহাকুম্ভের জল উপহার মোদির, পালটা পেলেন রুদ্রাক্ষের মালা

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: সোমবার নয়াদিল্লিতে নরেন্দ্র মোদির সঙ্গে...