রাহুল মজুমদার, শিলিগুড়ি: স্নো লেপার্ডের সফল প্রজনন ঘটিয়ে নজর কাড়ল দার্জিলিং চিড়িয়াখানার অধীন তোপকেদাড়া প্রজনন কেন্দ্র। এবার এই প্রজনন কেন্দ্রে দুটি শাবকের জন্ম দিয়েছে স্নো লেপার্ড ‘রের’। গত ১৩ মে দার্জিলিংয়ের পদ্মজা নাইডু জুলজিকাল পার্কের অন্তর্গত তোপকেদাড়া ব্রিডিং সেন্টারে ওই স্নো লেপার্ড শাবকদের জন্ম হয়েছে। জানা গিয়েছে, মা এবং সন্তানেরা সুস্থ রয়েছে। আপাতত তাঁদের ক্রলে রাখা হয়েছে। সেখানেই মায়ের সঙ্গে ধীরে ধীরে বড় হচ্ছে দুই শাবক। তাঁদের স্বাস্থ্যের প্রতি বিশেষ খেয়াল রাখা হচ্ছে। সর্বক্ষন সিসি ক্যামেরার নজরদারিতে রাখা হয়েছে দু’জনকে। মায়েরও বিশেষ যত্ন নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন চিড়িয়াখানা কর্তৃপক্ষ। দার্জিলিং চিড়িয়াখানার ডিরেক্টর বাসবরাজ হোলেইচির বক্তব্য,‘মা এবং শাবকেরা সুস্থ রয়েছে। মায়ের স্বাস্থ্যের বিশেষ খেয়াল রাখা হচ্ছে।’
এই দুই শাবকের জন্ম হওয়ায় চিড়িয়াখানায় স্নো-লেপার্ডের সংখ্যা বেড়ে ১৩ টি হয়েছে৷ যার মধ্যে চারটি পুরুষ, সাতটি স্ত্রী ও দু’টি শাবক বর্তমানে রয়েছে৷ সব ঠিক থাকলে আগামী দু’মাসের মধ্যে ওই স্নো-লেপার্ড শাবক দু’টিকে দেখার সুযোগ পাবেন পর্যটকরা