বিনোদন

Salman Khan | পালিয়ে গুজরাটে, অবশেষে গ্রেপ্তার সলমনের বাড়িতে গুলি চালানোয় জড়িত দুই বন্দুকবাজ

তপন বকসি, মুম্বই: অবশেষে মুম্বইয়ে সলমন খানের (Salman Khan) গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের সামনে গুলি চালানোর ঘটনায় দুই বন্দুকবাজকে গ্রেপ্তার (Arrested) করল মুম্বই পুলিশ। সোমবার গুজরাটের (Gujarat) ভুজ থেকে অভিযুক্ত দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতদের নাম ভিকি গুপ্ত (২৪) এবং সাগর পাল (২১)। দুজনেই বিহারের পশ্চিম চম্পারন জেলার বাসিন্দা। এদিকে ঘটনার দায় ইতিমধ্যেই স্বীকার করে নিয়েছে গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের গ্যাং (Lawrence Bishnoi)।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গুজরাটের পশ্চিম কচ্ছ থানার পুলিশ এবং গোয়েন্দা বিভাগের সঙ্গে মুম্বই পুলিশের আধিকারিকরা যৌথভাবে অপারেশন চালিয়ে ধৃতদের গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। ধৃত দুই যুবক ভুজের একটি মন্দিরে লুকিয়েছিলেন। মঙ্গলবার দুজনকে মুম্বইতে আনা হয়েছে। মুম্বই পুলিশ (Mumbai Police) আরও জানিয়েছে, ঘটনার একমাস আগে থেকেই ওই দুই বন্দুকবাজ নভি মুম্বইয়ের পানভেলে সলমনের ফার্ম হাউস থেকে ১২ কিলোমিটার দূরে একটি ঘর ভাড়া নিয়ে থাকছিলেন। লরেন্স বিষ্ণোইয়ের ভাই অনমোল বিষ্ণোই নিজের ফেসবুক পেজে এই ঘটনার দায় স্বীকার করেছে। পুলিশ তদন্ত করে জানতে পেরেছে সলমনের বাড়ির সামনে গুলি চালানোর পরিকল্পনাটি পুরোটাই নিয়ন্ত্রণ করেছে বিষ্ণোই গ্যাংয়ের মাথা রোহিত গোদারা।

প্রসঙ্গত, রবিবার ভোর পাঁচটা নাগাদ ওই দুই বন্দুকবাজ সলমনের অ্যাপার্টমেন্টের সামনে চার রাউন্ড গুলি চালিয়ে পালিয়ে যায়। তারপর থেকেই নিরাপত্তা বাড়িয়ে দেওয়া হয় ভাইজানের। এমনকি মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের নির্দেশে সলমনের বাড়ির সামনে পুলিশ বাহিনীও মোতায়েন করা হয়।

Shahini Bhadra

Shahini Bhadra is working as Trainee Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Shahini is involved in Copy Editing, Uploading in website.

Recent Posts

Balurghat | আত্রেয়ীর জলের অভাবে শুকিয়ে যাচ্ছে কাশিয়া খাঁড়ি, সমস্যায় কৃষকরা

বালুরঘাট: আসছে না আত্রেয়ীর জল (Atreyee river)। ফলে শুকিয়ে যাচ্ছে বালুরঘাটের কাশিয়া খাঁড়ি। এদিকে খাঁড়ির…

9 mins ago

রাজনীতিবিদ হওয়ার স্বপ্ন কবে দেখবে নবীন প্রজন্ম

  অনুপ দত্ত বীরভূমের উত্তর লাভপুরের শীতলগ্রাম প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র রিক বাগদী বোকা হতে চায়।…

48 mins ago

শিল্পকলার অপব্যবহার নিয়ে কিছু প্রশ্ন

  পার্থ চৌধুরী আমাদের ছেলেবেলায় শিলিগুড়িতে নামগানের রমরমা ছিল উল্লেখ করার মতো। কোনও কোনও ঘুম…

54 mins ago

শ্রীবিহীন নীতি ভাঙা ‘কন্যাশ্রী’

  ইন্দ্রাণী সেনগুপ্ত কলেজ থেকে ফিরলাম। সকাল দশটা থেকে একটা পর্যন্ত আমার তিনটে ক্লাস ছিল,…

1 hour ago

Himanta Biswa Sarma | ‘বিজেপি ৪০০ আসনে জিতলেই পাক অধিকৃত কাশ্মীর ভারতের’, দাবি হিমন্তের

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বিক্ষোভের আগুনে পুড়ছে পাক অধিকৃত কাশ্মীর। পাকিস্তানের সরকারের বিরুদ্ধে গর্জে উঠেছেন…

1 hour ago

Weather Report | ফের রাজ্যে বাড়ছে তাপমাত্রা, উত্তরের ৫ জেলায় হালকা বৃষ্টিপাতের পূর্বাভাস

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: তীব্র তাপপ্রবাহের পর বৃষ্টিতে রাজ্যের তাপমাত্রা নেমেছিল কিছুটা। স্বস্তির নিঃশ্বাস ফেলেছিল…

2 hours ago

This website uses cookies.