রায়গঞ্জ: সাত বছরের মুক ও বধির শিশুকন্যাকে ধর্ষণের ঘটনায় দুজনকে গ্রেপ্তার করল ইটাহার থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের নাম জিগেন রায় (তুরি)(২৩), বাড়ি নন্দন গ্রামে। অপরজনের নাম, রতন রায় (২০)। বাড়ি হেমতাবাদ থানার নওদা গ্রাম পঞ্চায়েতের অনন্ত কোটায়। ধৃতদের বিরুদ্ধে পকসো অ্যাক্টে মামলা রুজু করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেলে ধৃতদের রায়গঞ্জ জেলা আদালতে তোলা হয়। বিচারক অভিযুক্তদের সাত দিনের পুলিশ হেপাজতের নির্দেশ দেন। রায়গঞ্জের পকসো কোর্টের সরকারি আইনজীবী অজয় দাস বলেন, ‘অভিযুক্তরা বিচারকের সামনে নিজের দোষ স্বীকার করেছে। বিচারক ৭ দিনের পুলিশ হেপাজতের নির্দেশ দিয়েছেন।’
সোমবার রাতে সাত বছরের ওই মুক ও বধির শিশুকন্যাকে ধর্ষণের অভিযোগ ওঠে। মঙ্গলবার সকালে গ্রামের রাস্তার ধারে তাকে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। এরপরই বিষয়টি জানাজানি হয়। গতকালই নির্যাতিতা শিশুর মা ইটাহার থানায় অভিযোগ দায়ের করেন। এই ঘটনার সঙ্গে আরও কেউ যুক্ত রয়েছে কিনা, তার তদন্ত করছে পুলিশ।