Wednesday, May 31, 2023
HomeBreaking Newsএগরা বিস্ফোরণকাণ্ডে গ্রেপ্তার ২, ভানু বাগের খোঁজে ওডিশায় হানা পুলিশের

এগরা বিস্ফোরণকাণ্ডে গ্রেপ্তার ২, ভানু বাগের খোঁজে ওডিশায় হানা পুলিশের

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: এগরা বিস্ফোরণকাণ্ডে গ্রেপ্তার হল দু’জন। ধৃতদের নাম দেবসুন্দর জানা ও তপন দেবনাথ। ইতিমধ্যেই এই ঘটনায় তদন্তে নেমেছে সিআইডি।

মঙ্গলবার দুপুরে পূর্ব মেদিনীপুরের এগরার খাদিকুল এলাকায় একটি বাজি কারখানায় বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে, ঘটনাস্থল থেকে কিছুটা দূরে গ্রামের রাস্তায় ছিন্নভিন্ন হয়ে পড়ে থাকতে দেখা যায় দেহ। বিস্ফোরণে অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে। কী করে এমন ঘটনা ঘটল, তা জানতে সিআইডি তদন্তের নির্দেশ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি, এই ঘটনায় এগরা থানার আইসিকে শোকজ করতে বলেন মুখ্য়মন্ত্রী। অভিযুক্ত ভানু কীভাবে জামিন পেলেন, তা জানতে চান তিনি। এরপরই আইসিকে শোকজ করা হয়।

অপরদিকে, পুলিশের ভূমিকা নিয়ে আগে থেকেই ক্ষোভ উগরে দেন স্থানীয় বাসিন্দারা। গতকাল থেকেই এলাকায় চিরুনি তল্লাশি চালাচ্ছিল পুলিশ। সেই সময় দুই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ধৃত দু’জন বারুদ সংগ্রহ করে ওই কারখানায় নিয়ে আসত। তবে মূল অভিযুক্ত ভানু বাগ এখনও পলাতক। সূত্রের খবর, তাঁর খোঁজে ওডিশায় হানা দিয়েছে পুলিশ। তদন্ত করতে এলাকায় পৌঁছোয় পুলিশ কর্তা জ্ঞানবন্ত সিং। আসে ফরেন্সিক দল।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments