হেমতাবাদ: হেমতাবাদে পার্সেল বোমা বিস্ফোরণ কাণ্ডে বৃহস্পতিবার ভোরে মালদার কালিয়াচক থেকে দুই দুষ্কৃতীকে গ্রেপ্তার করেছে উত্তর দিনাজপুর জেলা পুলিশের ক্রাইম ব্রাঞ্চ। ধৃতদের হেমতাবাদ থানায় নিয়ে এসে চলে ম্যারাথন জেরা। জেরায় উঠে এসেছে একাধিক চাঞ্চল্যকর তথ্য। যদিও তদন্তের স্বার্থে মুখ খুলতে নারাজ গোয়েন্দা কর্তারা। এদিন দুপুর দুটো নাগাদ ধৃতদের রায়গঞ্জ জেলা আদালতে তোলা হয়। বিচারক তাদের ১৪ দিনের পুলিশ হেপাজতের নির্দেশ দেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের নাম কৌসার আলি, শামসুল হক, বাড়ি কালিয়াচকে। গোয়েন্দা সূত্রে জানা গিয়েছে, কালিয়াচকেই পার্সেল বোমা তৈরি করা হয়েছিল। এটা বিভিন্ন হাত ঘুরে হেমতাবাদের দুষ্কৃতীদের হাতে পৌঁছোয়। অন্যদিকে, হেমতাবাদের বাহারাইল মার্কেটে পার্সেল বোমা বিস্ফোরণ কাণ্ডে এদিন সিআইডি ও জেলা পুলিশের ক্রাইম ব্রাঞ্চ যৌথ অভিযান চালিয়ে আরও তিনজনকে আটক করেছে। প্রতিবেশীদের জিজ্ঞাসাবাদ করে এদিন সকালে ওই তিনজনকে আটক করা হয়।
স্বর্ণ জয়ন্তীর টাকা তছরুপের অভিযোগে গ্রেপ্তার মহিলা
রায়গঞ্জ: স্বর্ণ জয়ন্তীর টাকা তছরুপের অভিযোগে এক মহিলাকে গ্রেপ্তার করল কালিয়াগঞ্জ থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত মহিলার নাম...
Read more