সামসী: স্নান করতে গিয়ে মহানন্দা নদীতে তলিয়ে গেল দুই শিশু। সোমবার দুপুরে ঘটনাটি ঘটেছে চাঁচল-২ ব্লকের চন্দ্রপাড়া গ্রাম পঞ্চায়েতের মাধাইহাট গ্রামে। তলিয়ে যাওয়া দুই শিশুর নাম একরামূল হক (৬) এবং মাহাফিজুর রহমান (৫)। দুই শিশুর বাড়ি মাধাইহাট গ্রামে। মাহাফিজুর রহমানকে জীবিত অবস্থায় উদ্ধার করা সম্ভব হলেও একরামূল হক (৬) নিখোঁজ রয়েছেন। স্থানীয় বাসিন্দা ও এনডিআরএফ বাহিনীর তল্লাশি চলছে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘটনাটি চাউর হতেই নদী পাড়ে প্রচুর লোক জমায়েত হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, একরামূল ও মাহাফিজুর এই দুই শিশু এদিন দুপুরে পরিবারের লোকের সঙ্গে মহানন্দা নদীতে স্নান করতে যায়। ওই দুই শিশুকে নদীতে স্নান করিয়ে পরিবারের লোকজন ওপরে উঠিয়ে দিয়ে বাড়ি যেতে বলে। কিন্তু ওই শিশু বাড়ি না গিয়ে পাশের একটি ঘাট দিয়ে নদীতে নেমে যায়। জলের প্রবল চাপে হাবুডুবু খেতে খেতেই তলিয়ে যায় ওই দুই শিশু। কিছুটা দূরে নদীতে বসিরন নামের এক মহিলা স্নান করছিলেন। মাহাফিজুর রহমানকে নদীতে ভাসতে দেখে উদ্ধার করে তাকে। সে বরাতজোরে বেঁচে যায়। কিন্তু খবর লেখা পর্যন্ত আরেক শিশু একরামূল নিখোঁজ রয়েছে।
খবর পেয়ে চাঁচল থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছোয়। খবর দেওয়া হয় এনডিআরএফ বাহিনীকেও। খবর পেয়ে সঙ্গে সঙ্গে ছুটে আসেন এনডিআরএফ বাহিনীর জওয়ানরা। তারা এসেই নদীতে তল্লাশির কাজে ঝাঁপিয়ে পড়েন। কিন্তু খবর লেখা পর্যন্ত একরামুলকে উদ্ধার করা সম্ভব হয়নি। তল্লাশি চলছে।