রায়গঞ্জ: মাটি চাপা পড়ে আহত হল দুই শিশু। সোমবার ঘটনাটি ঘটেছে করণদিঘির আলতাপুর এলাকায়। আহতদের নাম পবন দাস (৭) ও মিঠুন সিংহ (১২)। তাদের রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্য পদ্ম সিংহ জানান, তাঁর ভুট্টা খেতে আর্থ মুভার দিয়ে মাটি খোঁড়া হচ্ছিল। সেই সময় সেখানে চার-পাঁচটি শিশু খেলছিল। আচমকাই মাটি চাপা পড়ে দুই শিশু। রায়গঞ্জ মেডিকেলে তাদের চিকিৎসা চলছে।
আরও পড়ুন : ট্যাংকার থেকে তরল রাসায়নিক উপচে পড়ল রাস্তায়, চাঞ্চল্য এলাকায়