Wednesday, June 7, 2023
Homeরাজ্যউত্তরবঙ্গখেলতে গিয়ে বেপাত্তা! দুই শিশুর খোঁজ মিলল বালুরঘাটের হোমে

খেলতে গিয়ে বেপাত্তা! দুই শিশুর খোঁজ মিলল বালুরঘাটের হোমে

ফরাক্কা: খেলতে গিয়ে হঠাৎই হারিয়ে গিয়েছিল দুই শিশু, অবশেষে ১৩ দিন পর বালুরঘাটের হোম থেকে উদ্ধার করা হল দু’জনকে। ফরাক্কার কাজীপাড়া উত্তর মহাদেবনগর গ্রাম পঞ্চায়েতে এলাকার একই পরিবারের এই দুই শিশু। একজনের নাম রোহিত শেখ (৯) অন্যজম রহিম শেখ (৫)।  গত ৯ ই মে হঠাৎই হারিয়ে যায় শিশু দুটি। বিস্তর খোঁজ করার পরও দুজনকে না মেলায় ১০ মে ফরাক্কা থানায় লিখিত অভিযোগ দায়ের করে তাদের পরিবার। এরপর স্পেশাল ইনভেস্টিগেশন টিম গঠন করে ফরাক্কার আইসিকে দায়িত্ব দেওয়া হয় শিশুদুটিকে খুঁজে বের করার। শেষ পর্যন্ত জানা যায়, বালুরঘাটের একটি হোমে শিশু দুটি রয়েছে। সোমবার সকালে সাংবাদিকদের উপস্থিতিতে  ডিএসপি (ট্রাফিক) সুকান্ত হাজরা এবং আইসি ফরাক্কা দেবব্রত চক্রবর্তীর  উপস্থিতিতে পরিবারের হাতে তুলে দেওয়া হয় শিশু দুটিকে।

সুকান্ত হাজরা জানান, যাবতীয় পদ্ধতি অবলম্বন করে বাচ্চা দুটোকে বালুরঘাট শুভায়ন হোম থেকে উদ্ধার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, খেলতে খেলতে ধুলিয়ান স্টেশন থেকে ইন্টারসিটি এক্সপ্রেস ধরে মালদা পৌঁছে যায় বাচ্চা দুটো। সেখানে মালদা ডিভিশনের চাইল্ড লাইন কর্তৃপক্ষের নজরে আসে। তারাই শিশুদুটিকে বালুরঘাটের হোমে পাঠায়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments