রায়গঞ্জ: রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে কলা, বাণিজ্য, আইন ও বিজ্ঞান বিভাগে ডিনের পদ দুটি ফাঁকা। অথচ বিশ্ববিদ্যালয়ের পঠনপাঠন সুষ্ঠুভাবে পরিচালনা করতে ডিন পদের গুরুত্ব যথেষ্ট। স্থায়ী ডিন না থাকায় পঠনপাঠন পরিচালনার ক্ষেত্রে সমস্যা তৈরি হচ্ছে। শূন্য এই দুটি পদে কবে নিয়োগ হবে, সেই বিষয়ে অন্ধকারে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দীপককুমার রায়ও।
যদিও গত বছর বাংলা বিভাগের অধ্যাপক দীপককুমার রায় অস্থায়ীভাবে উপাচার্য পদে নিয়োগপত্র পাওয়ার পর দুই অধ্যাপককে চুক্তির ভিত্তিতে ডিনের দায়িত্ব দেন। ৫ সেপ্টেম্বর তাঁদের মেয়াদ শেষ হয়েছে। কিন্তু নতুন করে আর কাউকে নিয়োগ করা হয়নি।
সূত্রের খবর, আর প্রায় মাসখানেক পর বিশ্ববিদ্যালয়ে স্থায়ীভাবে উপাচার্য যোগদান করবেন। নতুন উপাচার্য দায়িত্ব নেওয়ার পর তিনিই যা সিদ্ধান্ত নেওয়ার, তা নেবেন।
উপাচার্য দীপককুমার রায় জানান,‘ডিন নিয়োগের একটি প্রক্রিয়া আছে। আমি দায়িত্ব নেওয়ার পর দুইজনকে অস্থায়ীভাবে নিয়োগ করেছিলাম। ৫ সেপ্টেম্বর তাঁদের মেয়াদ শেষ হয়েছে। তারপর আর কাউকে নিয়োগ করা হয়নি।’
উপাচার্য দীপককুমার রায়-এর আরও দাবি,‘বিশ্ববিদ্যালয়ে ডিন নিয়োগের জন্য উপাচার্য সিদ্ধান্ত নিতে পারেন। তবে স্থায়ীভাবে ডিন নিয়োগের একটি প্রক্রিয়া রয়েছে। উচ্চশিক্ষা দপ্তরের নির্দেশমতো বিজ্ঞাপন দিতে হয়। সেই বিষয়টি আমরা উচ্চশিক্ষা দপ্তরে জানিয়েছিলাম। কিন্তু কোনও সদুত্তর পাইনি। আগামীতে অনুমোদন মিললে বিজ্ঞাপন দিয়ে প্রক্রিয়া শুরু করা হবে। যতদিন অনুমতি না মিলছে, ততদিন ডিন ছাড়াই বিভাগগুলি চলবে।’