Thursday, February 13, 2025
Homeরাজ্যদক্ষিণবঙ্গKidnapping | অনলাইনে গেম খেলতে গিয়ে আলাপ! ২ নাবালিকাকে অপহরণের অভিযোগে গ্রেপ্তার...

Kidnapping | অনলাইনে গেম খেলতে গিয়ে আলাপ! ২ নাবালিকাকে অপহরণের অভিযোগে গ্রেপ্তার ২ যুবক

বহরমপুর: অনলাইন গেমের (Online game) মারফত আলাপ। সেখান থেকেই ছক কষে বহরমপুরের দুই নাবালিকা ছাত্রীকে অপহরণের (Kidnapping) অভিযোগ ছিল দুই যুবকের বিরুদ্ধে। অপহরণে অভিযুক্ত দু’জনকেই মঙ্গলবার রাতে হাওড়া থেকে গ্রেপ্তার করেছে বহরমপুর থানার পুলিশ। ধৃত যুবকদের বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে অপহৃত দুই নাবালিকাকেও। বুধবার সকালে তাদেরকে বহরমপুরে (Berhampore) নিয়ে আসে পুলিশ। দশ দিনের পুলিশি হেপাজতের আবেদন জানিয়ে এদিন অভিযুক্তদের বহরমপুর আদালতে পেশ করা করা হয়েছে।

পুলিশ সূত্রে খবর, ধৃতদের নাম অরিন পন্ডিত (২০) এবং গৌরব মণ্ডল (২০)। গত ৫ জুলাই ওই দুই যুবক বহরমপুরে আসেন। তারপরই হাতিনগর-শিবপুর কলোনি এলাকার বাসিন্দা বছর পনেরোর দুই নাবালিকাকে অপহরণ করে হাওড়া নিয়ে চলে যায় অভিযুক্তরা। জানা গিয়েছে, স্কুলে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বেরিয়েছিল বহরমপুর থানা এলাকার নিমতলা হাইস্কুলের ওই দুই ছাত্রী। কিন্তু তারা স্কুলে আর পৌঁছায়নি। তা জানতে পেরেই খোঁজাখুঁজি শুরু করে ওই দুই নাবালিকার পরিবার। অনেক খুঁজেও না পাওয়া গেলে পুলিশের দারস্থ হন পরিবারের লোকজন। এরপরই পরিবারের লোকজনের লিখিত অভিযোগের ভিত্তিতে একটি অপহরণের মামলা দায়ের করা হয়।

এক পুলিশ আধিকারিক জানান, অপহরণকারী দুই যুবকই কারখানায় কাজ করত। অনলাইনে গেম খেলার সূত্রে ওই দুই নাবালিকা ছাত্রীর সঙ্গে তাদের পরিচয় হয়েছিল। ধীরে ধীরে তাদের মধ্যে ঘনিষ্ঠতা বেড়ে ওঠে। এরপরই প্রলোভন দেখিয়ে বহরমপুর থেকে হাওড়াতে নিয়ে গিয়ে ওই দুই নাবালিকাকে আটকে রেখেছিল বলে অভিযোগ। পরবর্তীতে নাবালিকা দুই ছাত্রীর ফোনের কল ডিটেইলস এবং অনলাইন গেম খেলার হিস্ট্রি খতিয়ে দেখে দুই যুবককে সন্দেহভাজন হিসেবে চিহ্নিত করা হয়েছিল। তারপরই অভিযান চালিয়ে দুই নাবালিকাকে উদ্ধার করল পুলিশ।

Shahini Bhadra
Shahini Bhadrahttps://uttarbangasambad.com/
Shahini Bhadra is working as Trainee Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Shahini is involved in Copy Editing, Uploading in website.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img
[td_block_21 custom_title="LATEST POSTS"]

Most Popular