রাজগঞ্জঃ দুই নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগে এক প্রৌঢ়কে গ্রেপ্তার করল পুলিশ। অভিযোগ প্রৌঢ় দুই নাবালিকাকে টাকার প্রলোভন দেখিয়ে একটি নির্মীয়মান আবাসনে ডেকে নিয়ে গিয়ে কুকর্ম করার চেষ্টা করে। পরে দুই নাবালিকার অভিযোগের ভিত্তিতে রাজগঞ্জ থানার পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করে।
জানা গিয়েছে, ঘটনাটি রাজগঞ্জ ব্লকের অধীন একটি গ্রামের। সেই গ্রামের রাস্তায় খেলছিল ১১ ও ১৩ বছর বয়সী দুই নাবালিকা। সেই পথ ধরেই আসছিলেন এক প্রৌঢ়। তাঁর পরিচিত দুই নাবালিকাকে টাকা ও খাবার দেওয়ার প্রলোভন দেখিয়ে এলাকার এক নির্মীয়মান আবাসনে নিয়ে যায়। সেখানে গিয়ে দুই নাবালিকাকে প্রৌঢ় কুপ্রস্তাব দেয় বলে অভিযোগ। প্রৌঢ়ের কুমতলব বুঝতে পেরে সেখান থেকে পালানোর চেষ্টা করে মেয়ে দুটি। এরপরেই প্রৌঢ় তাঁদের শ্লীলতাহানির চেষ্টা করে। সেখানে দুই নাবালিকার চিৎকারে ঘটনাস্থলে আসেন স্থানীয় বাসিন্দারা। বেগতিক দেখে অভিযুক্ত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। দুই নাবালিকার পরিবারের তরফে রাজগঞ্জ থানায় অভিযোগ দায়ের করলে এদিন বিকেলেই অভিযুক্ত প্রৌঢ়কে গ্রেপ্তার করেছে পুলিশ।