রায়গঞ্জ: রায়গঞ্জে করোনার বলি আরও ২। জানা গিয়েছে, করোনায় সংক্রামিত হয়ে রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে বৃহস্পতিবার এক নাবালক ও এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। নাবালকের বাড়ি রায়গঞ্জ শহরের কলেজপাড়া এলাকায়। আর বৃদ্ধের বাড়ি কালিয়াগঞ্জে। মেডিকেল কলেজ ও হাসপাতালের সহকারী অধ্যক্ষ প্রিয়ঙ্কর রায় জানান, এদিন দুজনের মৃত্যু হয়েছে। পুলিশ, প্রশাসন ও পুরসভার চেয়ারম্যানকে বিষয়টি জানানো হয়েছে। এদিকে, রায়গঞ্জ শহরে নতুন করে সংক্রামিত হয়েছেন ১২ জন। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে দুটি ওয়ার্ডের কিছু অংশ কনটেনমেন্ট জোন হিসেবে ঘোষণা করেছে পুর প্রশাসন। রায়গঞ্জ পুরসভার চেয়ারম্যান সন্দীপ বিশ্বাস বলেন, ‘আমরা সাধারণ মানুষকে সচেতন করছি।
রেলের যন্ত্রাংশ চুরির অভিযোগে গ্রেপ্তার যুবক
রায়গঞ্জ: ফের রেলের যন্ত্রাংশ চুরির অভিযোগে আরও এক যুবককে গ্রেপ্তার করল রায়গঞ্জ থানার পুলিশ। রায়গঞ্জ শহরের কাঞ্চনপল্লী এলাকা থেকে ওই...
Read more