শিলিগুড়িঃ দক্ষিণ ভারতের চিকিৎসকদের নিয়ে এসে রবিবার শিলিগুড়ির প্রণামী মন্দির রোডে এক স্বাস্থ্য শিবিরের আয়োজন করেছিল শিলিগুড়ির এক স্বেচ্ছাসেবী সংস্থা আশালতা ফাউন্ডেশন। সংস্থার কর্ণধার সুনন্দা দত্ত জানিয়েছেন, পেটের রোগের সমস্যা ঘরে ঘরে। এছাড়া প্রচুর মানুষ বয়সকালে হারের সমস্যার কারণে ঠিকমতো হাঁটাচলা করতে পারেন না। এর পাশাপাশি রয়েছে সাধারণ মানুষের আর্থিক সমস্যা। অর্থের কারণে ইচ্ছে থাকলেও ভিন রাজ্যে চিকিৎসা করাতে যেতে পারেন না অনেকেই। সেই কথা মাথায় রেখে চেন্নাইয়ের এক নামী হাসপাতালের দুই বিশিষ্ট চিকিৎসককে নিয়ে এসে সম্পূর্ণ বিনামূল্যে স্বাস্থ্য শিবিরের আয়োজন করেছেন। চিকিৎসকদের মধ্যে ছিলেন একজন গ্যাস্ট্রোএনটেরোলজিস্ট ডাঃ জি লোগানাথন এবং অর্থোপেডিক সার্জেন ডাঃ এন জাম্বু। এদিন শিবিরে এসেছিলেন কমপক্ষে ৫০ জন রোগী। এই ধরনের প্রচেষ্টা লাগাতার চলবে বলেও জানিয়েছেন সুনন্দা দত্ত।
বিনামূল্যে স্বাস্থ্য শিবিরে রোগী দেখলেন চেন্নাইয়ের দুই নামী চিকিৎসক, উদ্যোক্তা আশালতা ফাউন্ডেশন
RELATED ARTICLES