ফালাকাটা: মহাসড়কের কারণে এবার ফালাকাটাতেও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা আন্দোলনে শামিল হল। সোমবার পলাশবাড়ির শিলবাড়িহাটের ব্যবসায়ী সমিতি নির্মীয়মাণ মহাসড়কে মিছিল করে স্থানীয় পূর্ব কাঁঠালবাড়ি গ্রাম পঞ্চায়েত প্রশাসনের কাছে দাবিপত্র জমা দেয়। সংগঠনের দাবি, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ক্ষতিপূরণ ও পুনর্বাসন দিয়ে মহাসড়কের কাজ করতে হবে।
ফালাকাটা-সলসলাবাড়ি ৪১ কিমি মহাসড়ক নিয়ে দীর্ঘদিন থেকেই জটিলতা চলছে। এবার ব্যবসায়ীরাও পথে নামছেন। গোটা আলিপুরদুয়ার জেলার প্রায় দু’হাজার ব্যবসায়ীকে উচ্ছেদ হতে হবে। কিন্তু পিডব্লিউডি বা সরকারি জমিতে থাকা দোকান ব্যবসায়ীদের এখনও ক্ষতিপূরণ দেয়নি প্রশাসন। তাই সোনাপুরের পর শিলবাড়িহাটের ব্যবসায়ীরাও এদিন থেকে আন্দোলন শুরু করলেন। এদিকে শিলবাড়িহাট ব্যবসায়ী সমিতির সম্পাদক নিখিলকুমার পোদ্দার জানান, ব্যবসায়ীরা গ্রাম পঞ্চায়েত অফিসের ট্রেড লাইসেন্স নিয়ে ট্যাক্স দিয়ে ব্যবসা করেন। আগেও গ্রাম পঞ্চায়েত সহ প্রশাসনের নানা দপ্তরে ব্যবসায়ীদের ক্ষতিপূরণ ও পুনর্বাসনের দাবি জানানো হয়েছিল। আবার জানানো হল। এতে কাজ না হলে আগামী সপ্তাহে আমরণ অনশন শুরু হবে।’
প্রশাসনিক কাজে ব্যস্ত থাকায় গ্রাম পঞ্চায়েত প্রধান সরোদিনি বর্মন এদিন অফিসে উপস্থিত ছিলেন না।তবে প্রধান জানান, ব্যবসায়ীদের সঙ্গে ফোনে কথা হয়েছে। দাবিপত্র খতিয়ে দেখে প্রয়োজনে প্রশাসনের উপরমহলে পাঠানো হবে।
লাইক করুন আমাদের ফেইসবুক পেজ : https://www.facebook.com/uttarbangasambadofficial