শিলিগুড়ি: এক তরুণকে অপহরণ করে ৪০ লক্ষ টাকা মুক্তি পণ চাওয়ার অভিযোগে গ্রেপ্তার হলেন দুই তৃণমূল নেতা সহ তিনজন। বৃহস্পতিবার সকালে যুব তৃণমূলের সাধারণ সম্পাদক তপন দাস, যুব নেতা রতন পাল ও রাজু সিংকে গ্রেপ্তার করে পুলিশ। অভিযোগ, গত ১৩ জানুয়ারি ২৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এক যুবককে অপহরণের অভিযোগ ওঠে ধৃতদের বিরুদ্ধে। অভিযোগ পেয়ে তদন্তে নামে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। সিসি টিভি ক্যামেরার ফুটেজ দেখে ধৃতদের চিহ্নিত করা হয়। দেশবন্ধুপাড়ায় একটি বাড়িতে অপহৃত যুবকে আটকে রেখে মাদক দেওয়া হচ্ছিল বলে দাবি পুলিশের। পাশাপাশি যুবকের পরিবারের সঙ্গে যোগাযোগ করে ৪০ লক্ষ টাকা মুক্তিপণ চাওয়া হয়। ধৃত তপন দাস ও রতন পালকে ২৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী প্রতুল চক্রবর্তীর নির্বাচনি প্রচারে বিভিন্ন সময় দেখা গিয়েছে। জেলা তৃণমূল যুব সভাপতি কুন্তল রায়, তৃণমূল নেতা গৌতম দেবের সঙ্গেও ওই দুই যুবকের ঘনিষ্ঠতা রয়েছে বলে অভিযোগ।
জয়পুরে পশ্চিমবঙ্গ নিয়ে বিস্ফোরক বয়ান নাড্ডার
নয়াদিল্লি: জয়পুরে বিজেপির জাতীয় পদাধিকারীদের বৈঠকে বাংলা নিয়ে বিস্ফোরক মন্তব্য দলের সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার। সূত্রের খবর, বলেন, ‘বাংলার...
Read more