সিডনি: অনূর্ধ্ব-১৯ অস্ট্রেলিয়া মহিলা দলে একঝাঁক ভারতীয় বংশোদ্ভূত। নিউজিল্যান্ড, শ্রীলঙ্কার সঙ্গে আগামী মাসে অনুষ্ঠিত হতে চলা ত্রিদেশীয় সিরিজের দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। অনূর্ধ্ব-১৯ যে দলে ডাক পেয়েছেন তিন ভারতীয় বংশোদ্ভূত রিবিয়া সিয়ান, সামারা ডুলবিন, হসরত গিল। রিবিয়া ভিক্টোরিয়ার ফাস্ট বোলিং অলরাউন্ডার। ব্যাটার সামারা, বোলার হসরত ইতিমধ্যেই অনূর্ধ্ব-১৯ অজি দলে খেলেছেন।