উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ শ্রীলঙ্কাকে হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে পৌঁছে গেল ভারত। এদিন ৭ উইকেটে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিয়েছে বৈভব সূর্যবংশীরা। ফাইনালে বাংলাদেশের মুখোমুখি হবে ভারত।
এদিন টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা। ৮ রানের মধ্যেই ৩ উইকেট হারায় শ্রীলঙ্কা। একমাত্র লড়াই চালায় লাকভিন আবেসিংহে। ১১০ রানে ৬৯ রান করে সে। শারুজান শানমুগানাথান ৭৮ বলে ৪২ করে। শেষ পর্যন্ত ৪৬.২ ওভারে শ্রীলঙ্কার ইনিংস থেমে যায় মাত্র ১৭৩ রানে। ভারতের হয়ে চেতন শর্মা ৩৪ রান দিয়ে তুলে নিয়েছেন শ্রীলঙ্কার ৩ উইকেট। আয়ুষ মাত্রের শিকার ২ উইকেট। বাংলার পেসার যুধাজিৎ গুহ ১৯ রান দিয়ে পেয়েছেন ১ উইকেট।
১৭৪ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে ওপেনিং জুটিতেই অর্ধেক রান তুলেন নেন বৈভব সূর্যবংশী ও আয়ুষ মাত্রে। ২৮ বলে ৩৪ রান করে আউট হন আয়ুষ। আন্দ্রে সিদ্ধান্ত ২৭ বলে করেন ২২ রান। ৩৬ বলে ৬৭ রানে আউট হন ১৩ বছর বয়সি বৈভব। তাঁর ইনিংসে রয়েছে ৫টি ছক্কার সঙ্গে ৬টি চার। বাকি কাজ শেষ করেন অধিনায়ক মহম্মদ আমান ও কার্তিকেয় কেপি। ২১.৪ ওভারে প্রয়োজনীয় রান তুলে নেয় ভারত। তখনও হাতে ছিল ৭ উইকেট। ১৩ বছর বয়সি ক্রিকেটার বৈভব সূর্যবংশীকে আইপিএলে নিলামে ১.১০ কোটি টাকায় কিনে নিয়েছে রাজস্থান রয়্যালস।
অন্যদিকে পাকিস্তানকে হারিয়ে ফাইনালে পৌঁছেছে বাংলাদেশও। ৮ ডিসেম্বর অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনাল।