শুভঙ্কর সাহা, দিনহাটা: রাজ্যজুড়ে আরজি কর কাণ্ডের (RG Kar Hospital Incident) তীব্র প্রতিবাদ চলছে। বিভিন্ন মহল নিন্দার ঝড় তুলেছে। আর এই আবহে বৃহস্পতিবার দিনহাটায় (Dinhata) স্বাধীনতা দিবসের এক অনুষ্ঠানে উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহের (Udayan Guha) মন্তব্যকে ঘিরে নতুন করে বিতর্ক দানা বেঁধেছে। উদয়নের কথায়, ‘একটা পরিকল্পনা হচ্ছে। পুলিশকে প্ররোচিত করো, উত্তেজিত করো। যাতে পুলিশ গুলি চালায়। তাহলে তো আন্দোলন জমে ক্ষীর হয়ে যাবে।’
উদয়ন জানান, বাংলাদেশে ছাত্র আন্দোলনে পুলিশ ও প্রশাসনের ভুল পদক্ষেপে গুলিতে কয়েকজন তরুণ প্রাণ হারিয়েছিলেন। পরবর্তীতে দেখা গেল ছাত্র আন্দোলনকে হাতিয়ার করে দেশের নির্বাচিত সরকারকে ফেলে দেওয়া হল। যা গণতন্ত্রের পক্ষে ভালো নয়। বুধবার রাতে আরজি করে দুষ্কৃতী তাণ্ডবে যদি পুলিশ গুলি চালাত তাহলে আন্দোলন অন্য চেহারা নিত বলে তাঁর দাবি। তদন্তের ভরসার কথা বলতে গিয়ে তিনি বলেন, ‘পুলিশের ওপর ভরসা আছে। তদন্ত সিবিআই করছে। দোষীদের দ্রুত শাস্তির দাবি জানাচ্ছি।’ বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় উদয়ন এনিয়ে একটি পোস্টও করেন। সেখানে এক পুলিশ আধিকারিকের রক্তাক্ত ছবি দিয়ে তিনি লেখেন, ‘গতকাল আরজি করে পুলিশকে গুলি চালাতে নানাভাবে প্ররোচিত করা হয়েছিল। কিন্তু হাসিনা যে ভুল করেছেন, মমতা সেটা করেননি।’
উদয়নের এই বক্তব্য ঘিরে ইতিমধ্যে দিনহাটায় শোরগোল পড়ে গিয়েছে। এর আগে আরজি করের ঘটনায় দিনহাটায় ‘রাত দখলে দিনহাটা’ কর্মসূচিকে তিনি সোশ্যাল মিডিয়ায় কার্যত হুমকি দিয়েছিলেন বলে অভিযোগ। যদিও তাঁর পোস্টের কয়েক ঘণ্টার মধ্যে আন্দোলনকারীরা কর্মসূচির সময়সীমা এগিয়ে নিয়ে এসে দিনহাটাতে প্রতিবাদ জানিয়েছিলেন। তারপর দুষ্কৃতী তাণ্ডব প্রসঙ্গে তাঁর বক্তব্য ঘিরে নতুন করে বিতর্ক দেখা দিয়েছে।